ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ২৫ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

কিশোরী ধর্ষিত, আটক ৩ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিল, শাওন ও ইমন নামে তিনজনকে আটক করেছে। পুলিশ জানান, মেয়েটির বাসা রাজধানীর কদমতলী থানাধীন ম্যাচ ফ্যাক্টরি এলাকায়। কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাগ করে সোমবার সন্ধ্যায় ওই কিশোরী বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কেরানীগঞ্জের হাসনাবাদে চলে আসে। ওই সময় আসামি খলিল, শাওন ফুসলিয়ে তাকে হাসনাবাদ হাউজিং এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে অপর আসামি ইমনসহ তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং আসামিদের আটক করা হয়। সিমেন্ট ফ্যাক্টরিকে জরিমানা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলায় হোলসিম সিমেন্ট ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মংলা বন্দরের শিল্প এলাকায় হোলসিম ব্র্যান্ডের হোলসিম সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সিমেন্ট তৈরির বর্জ্য নদী ও পানিতে ফেলে পরিবেশ দূষণ এবং উৎপাদিত সিমেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখার দায়ে এ দ- দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, হোলসিম ফ্যাক্টরিতে উৎপাদিত সিমেন্ট মোড়কে আইন অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য লেখা হচ্ছিল না। এছাড়া ফ্যাক্টরিতে সিমেন্ট উৎপাদনের সময় তৈরি বর্জ্য ছাই, ফ্লাইএ্যাশ ইত্যাদি সরাসরি নদী, পানি ও ভূমিতে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। জামায়াতের সেক্রেটারিসহ দুজন গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ জানুয়ারি ॥ ফুলছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ আলীকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি। বোনারপাড়া রেলস্টেশন বুরুঙ্গি রেল নাশকতা ও সহিংসতা মামলার অন্যতম আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে সুন্দরগঞ্জের চার পুলিশ হত্যা ও সাঘাটা উপজেলার বোনারপাড়ার বুরুঙ্গিতে রেলে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা হল মোড় এলাকার ডিমের আড়ত থেকে জামায়াতের ক্যাডার সাকোয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ জানুয়ারি ॥ জেলা কারাগারে বিপ্লব হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বিপ্লব হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের মৃত অমিনুল ইসলামের ছেলে। সে স্ত্রীর দুলাভাইকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়ে জেলা কারাগারে আটক ছিল। জয়পুরহাট জেল সুপার কাওয়ালিন নাহার জানান, সোমবার আদালতে হাজিরা শেষে সে জেলখানায় ফেরে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তার মুত্যু হয়। অস্ত্রসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ জানুয়ারি ॥ ডাকাতির প্রস্তুতিকালে পটিয়া থানা পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আবদুল হাকিম, আবু তাহের ও খোয়াজনগর এলাকার আরিফ হোসেন রবি। সোমবার গভীর রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শাটারগান, দুটি লোহার তৈরি ছুরি ও একটি সিএনজি উদ্ধার করেছে। নির্মাণ শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৪ জানুয়ারি ॥ বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের সাব-স্টেশনের সামনে রেললাইনে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেনে মঙ্গলবার সকাল ৯টায় পিষ্ট হয়ে বোরহানউদ্দিন (১৭) নামে যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তার পিতার নাম জিয়ারুল। নিহতের বাড়ি পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালীকাবাড়ী ফোটামারী ডাঙ্গাপাড়ায়। জিয়ারুল তাপ বিদ্যুত কেন্দ্রের একজন নির্মাণ শ্রমিক। অস্ত্রসহ দুই কলেজছাত্র আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ জানুয়ারি ॥ বড়াইগ্রামে রিভলবারসহ নাজমুল হোসেন ও মবিদুল ইসলাম নামে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার আইড়মারি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। নাজমুল গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং মবিদুল একই উপজেলার বৃন্দাবাড়ি গ্রামের আবু বক্কারের ছেলে। তারা দু’জনই নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের ছাত্র। তাদের অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। বিপুল মাদক জব্দ ॥ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও হেরোইন জব্দ করেছে বিজিবি ও পুলিশ। রাজশাহী বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন গোদাগাড়ীর বিদিরপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। এদিকে চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত থেকে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবির অপর একটি টহল দল। হেরোইন মামলায় একজনের কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হেরোইন মামলায় এক আসামির ৫ বছরের কারাদ- হয়েছে। দ-িত আসামির নাম অলি উদ্দিন। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় প্রদান করেন। জানা যায়, ২০০৯ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম নগরীর রউফাবাদ এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আটক করেন অলি উদ্দিনকে। তার কাছে পাওয়া যায় ১০ গ্রাম হেরোইন। পুলিশকে লক্ষ্য করে গুলি ॥ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৪ জানুয়ারি ॥ দৌলতপুরে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কোন হতাহত না হলেও পুলিশ বিজয় (২৪) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মথুরাপুর ক্যাম্পের এএসআই মিহির রাতে অভিযানে বের হলে মথুরাপুর মাঠের মধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে ৪-৫ জনের একদল সন্ত্রসী পুলিশকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে এ সময় এএসআই মিহিরসহ সঙ্গীয় পুলিশ সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে একটি এলজিসহ সন্ত্রাসী বিজয়কে আটক করলে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। সে মথুরাপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। নিখোঁজ তিন ছাত্রের সন্ধান মিলেছে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া নিখোঁজ সেই তিন ছাত্রের সন্ধান মিলেছে। তারা বাড়ির কাউকে কিছু না বলে কুয়াটাকায় চলে গিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার রাতে তাদের সন্ধান পাওয়া যায়। মঙ্গলবার তারা বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন আশরাফুল ইসলাম শাওনের পিতা শফিকুল ইসলাম। গত ২২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে চৌগাছা উপজেলা সদর থেকে সহপাঠী তিন বন্ধু নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ না পেয়ে রবিবার রাতে চৌগাছায় থানায় সাধারণ ডায়েরি করেন। ওই তিন বন্ধু হলো- চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের বাসিন্দা ও চৌগাছা উপজেলার পাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন, একই উপজেলার পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময়।
×