ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে তিন স্কুলছাত্র দু’দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৬:০১, ২৪ জানুয়ারি ২০১৭

যশোরে তিন স্কুলছাত্র দু’দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার চৌগাছা উপজেলার শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার বেলা আড়াইটার সময় চৌগাছা উপজেলা সদর থেকে সহপাঠী তিন বন্ধু নিখোঁজ হয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে রবিবার রাতে চৌগাছায় থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর ৯৫২। নিখোঁজ তিন ছাত্র চৌগাছা থানা পাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), চৌগাছা পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও চৌগাছা বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা তিনজন পরস্পর বন্ধু ও একই ক্লাসের শিক্ষার্থী। নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ২২ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম শাওন প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়িতে না ফেরায় সকল আত্মীয় বাড়ি খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বাসায় খোঁজাখুঁজি করে জানতে পেরেছি শাওন বাড়ি থেকে যাওয়ার সময় জামা প্যান্ট, শীতের কাপড় ও ৩/৪টা বই ও আনুমানিক ৯ হাজার টাকা নিয়ে গেছে। আমার ছেলের সকল বন্ধুর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অপর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও তন্ময়কে পাওয়া যাচ্ছে না। তিন পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজাখুঁজি করছে। সোমবার বিকেলে শাওনের বাবা শফিকুল ইসলাম বলেন, তার ছেলেসহ তিনজনের সন্ধান মেলেনি। তানভির আহমেদ তন্ময়ের মা হাফিজা আক্তার সীমা বলেন, এখনও ছেলের সন্ধান পাইনি। চৌগাছা থানার উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে জানা গেছে, তারা বাড়ি থেকে জামা কাপড় ও টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিন বন্ধু কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে না বলে বেরিয়ে গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। সকল থানায় নিখোঁজের ম্যাসেজ দিয়েছি।
×