ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ আগামী নির্বাচনে জিতবেই এমন মানসিকতা দলকে ডোবাবে ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৮:০৬, ২৩ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগ আগামী নির্বাচনে জিতবেই এমন মানসিকতা দলকে ডোবাবে ॥ ওবায়দুল কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের হাতে আর মাত্র এক বছর দশ মাস সময় রয়েছে। সরকারের জন্য উন্নয়ন আর অর্জনের কিছু বাকি নেই। বাংলাদেশ এখন উন্নয়ন ও অর্জনে বিশ্বের বিস্ময়। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবেই এ ধরনের মানসিকতা ও আত্মসন্তুষ্টি দলকে ডোবাবে। ভালটা আশা করতে হবে। তবে মন্দটার জন্যও সদা প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। কারণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার না থাকলে নেতাকর্মীদের ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে হবে। রবিবার সকালে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, আরেকবার যদি আমাদের ক্ষমতা হারাতে হয়, তবে ২০০১-০৬ মেয়াদের থেকেও ভয়ঙ্কর, ভয়াল রূপ নিয়ে তারা আবির্ভূত হবে। তখন কেউ প্রাণে বাঁচতে পারবেন না। ওবায়দুল কাদের বলেন, ইসি পুনর্গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন, সেই সাবেক বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখার জন্য নাম প্রস্তাব করেছেন। কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে দলীয় ইসি গঠন করেছিলেন। সেতুমন্ত্রী বলেন, ইসি পুনর্গঠন নিয়ে সরকারের কোন ইচ্ছা নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোন সমর্থকের নাম থাকবে না সে ব্যাপারে তারা নিশ্চিত। বিএনপির লোক বসালেই সেটা নিরপেক্ষ হয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগ বা বিএনপির লোক দিয়ে ইসি গঠন না করে নিরপেক্ষ লোক দিয়ে তা গঠন করবেন বলে আমরা প্রত্যাশা করি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
×