ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা প্রশংসা করছেন ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৮, ২২ জানুয়ারি ২০১৭

দেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা প্রশংসা করছেন ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ জানুয়ারি ॥ রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশে মানুষ খুন হয়, সন্ত্রাস বাড়ে, দুর্ভিক্ষ দেখা দেয়। মন্ত্রী বলেন, আজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব নায়করা অবাক হয়ে প্রশংসা করছেন। দেশ আজ উন্নয়নের এক রোল মডেল। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য দক্ষ ও পরিচ্ছন্ন নেত্রী। বিএনপি হরতাল আন্দোলনের নামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোলবোমা মেরে আগুন দিয়ে নিরীহ বাসযাত্রী, চালক, পথচারীসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। দেশের কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে। শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রামে এক জনসভায় মন্ত্রী এ কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূইয়া হাসান, কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ। এর আগে মন্ত্রী প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সুয়াগাজি-নবগ্রাম ভায়া কাশিনগর মুক্তিযোদ্ধা মুজিবুল হক সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
×