ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৩:৫০, ২০ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে দুজন বিয়ের লগনযাত্রী নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ মাসুম লাল (২৭) ও বিজয় লাল (৩০)। এতে জয়নাল ও সেবা নামের আরও দুজন আহত হয়। পুলিশ জানায়, কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্য পল্লী থেকে বিয়ের লগন নিয়ে অটোরিক্সাযোগে ঈশ্বরদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দিলে এর সব যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুম লাল নিহত হয়। পরে স্থানীয়রা চালক জয়নাল, বিজয় লাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরে বিজয় লাল মারা যায়। কক্সবাজারে যুবক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জনান, কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় খোরশেদ আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কায় ওই যুবকের মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়িটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। বৃহস্পতিবার বেলা ১১টায় কলাতলীর মোড়ে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় চালক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, আলমডাঙ্গায় ইটভাঁটির মাটি ঢালতে গিয়ে ট্রাক্টর উল্টে চালক আব্দুল আলিম (৩০) নিহত হয়েছে। সে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরের খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আটকপাটে মজিবর মিয়ার ইটভাঁটির মাটি ঢালতে গিয়ে ট্রাক্টর উল্টে এ দুর্ঘটনা ঘটে। কলাপাড়ায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের যাত্রীবাহী মাহেন্দ্র অটোর ধাক্কায় মোতালেব হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ সময় মামুন নামে অপর এক যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×