ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাডিসন মিডিয়ার সঙ্গে এ্যাফিলিয়েট হলো মিডিয়াকম

প্রকাশিত: ০৬:২০, ১৯ জানুয়ারি ২০১৭

ম্যাডিসন মিডিয়ার সঙ্গে এ্যাফিলিয়েট হলো মিডিয়াকম

বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড ভারতের ইনডিপেন্ডেন্ট মিডিয়া এজেন্সি ম্যাডিসন মিডিয়ার সঙ্গে এ্যাফিলিয়েট হয়েছে। এর ফলে এখন থেকে মিডিয়াকম তার গ্রাহকদের জন্য ম্যাডিসন মিডিয়ার টুল এবং অপারেটিং সফটওয়ার ব্যবহার করতে পারবে। এছাড়াও বাংলাদেশ ও ভারতে মিডিয়াকমের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ম্যাডিসন। অঞ্জন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, মিডিয়াকম লিমিটেড এবং স্যাম বালসারা, চেয়ারম্যান এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ম্যাডিসন ওয়ার্ল্ড পার্টনারশিপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অঞ্জন চৌধুরী বলেন, স্কয়ার গ্রুপের অংশ হিসেবে মিডিয়াকম সবসময়ই বাংলাদেশী ভোক্তাদের ব্যাপারে তার অনন্য ধারণা এবং সর্বোচ্চ মূল্যবোধ ধরে রাখার জন্য সুপরিচিত। আর ম্যাডিসনের সঙ্গে সংযুক্তির ফলে মিডিয়াকম বিশ্বমানের মিডিয়া প্ল্যানিং টুল্্স এবং রিসোর্সেস বাংলাদেশের মার্কেটে নিয়ে আসতে পারবে। যার ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ই তাদের মিডিয়া ইনভেস্টমেন্টের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে পারবে। স্যাম বালসারা বলেন, ইমার্জিং মিডিয়া ট্রেন্ড পরিচালনায় মিডিয়াকম আমাদের সব ধরনের সহযোগিতা পাবে। এছাড়াও লার্জ এ্যান্ড কমপ্লেক্স মিডিয়া ইনভেস্টমেন্টে আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিডিয়াকম নিজেদের আরও শক্তিশালী করে তুলতে পারবে’। Ñসংবাদ বিজ্ঞপ্তি রাজধানীর সড়ক পরিষ্কার করতে রোড শো স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ সেøাগান সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা ক্লিন ২০ জানুয়ারি পরিচ্ছন্ন অভিযান এবং রোড শোর আয়োজন করতে যাচ্ছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার এবং রোড শো করবেন সংগঠনটির সদস্যরা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, রাজধানীতে রাস্তা এবং এর চারপাশ আবর্জনায় ঢাকা। নলসমূহ আবর্জনায় ভরে যাচ্ছে। সাধারণ মানুষের ভেতর এ ব্যাপারে কোন সচেতনতা নেই। এ সচেতনতা তৈরিকেই মূলমন্ত্র হিসেবে নিয়ে ঢাকা ক্লিন এ পদক্ষেপ নিয়েছে। যার প্রধান লক্ষ্য উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা ফেলার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সংবাদ সম্মেলনে ঢাকা ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন বলেন, আমাদের চারপাশ ময়লা-আবর্জনায় ভরা। এতে প্রধান ভূমিকা মানুষেরই। কারণ, বেশিরভাগ সাধারণ মানুষ সড়কের পাশের ডাস্টবিন ব্যবহার করে না। বিভিন্ন কারখানা মালিক পরিবেশের কথা চিন্তা না করে বর্জ্য অপসারণ করেন। আর এসবে মানুষের সচেতনতা খুবই কম। তাই উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কুফল সম্পর্কে সচেতন করতেই আমরা এই আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক রাকিবুল হাসান নোমান, বাদশা ফয়সাল প্রমুখ।
×