ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

প্রকাশিত: ০৬:০০, ১৯ জানুয়ারি ২০১৭

আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে বিএনপি নানা কর্মসূচী গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়ীতে কমল নামে যে শিশুর জন্ম হয়েছিল তিনিই জিয়াউর রহমান। মাত্র ১৭ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধকালে সেক্টর কমান্ডার হিসেবে মেজর জিয়া ছিলেন সম্মুখসমরে। এর স্বীকৃতিস্বরুপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। ১৯৭৭ সালের এর ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন। একদল সেনা সদস্যের হাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন জিয়াউর রহমান। ১৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮১তম জন্মদিনের কর্মসূচী ঘোষণা করেন। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীরা শেরে বাংলানগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিবসহ সিনিয়র নেতা ও জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা বক্তব্য রাখেন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনাসভার আয়োজন করবে। এর মধ্যে ২১ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল এবং ২২ জানুয়ারি যুবদল আলোচনা সভার আয়োজন করবে। আর সারাদেশের প্রতিটি জেলা-উপজেলায় স্থানীয়ভাবে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এদিকে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকেল ৩টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেÑ ফখরুল ॥ দেশে মানবাধিকার নেই অভিযোগ করে তা পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, এদেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। স্বাধীনতা উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। বিএনপি মহাসচিব বলেন, মিথ্যা প্রতিশ্রুতির অপরাজনীতির মাধ্যমে জনগণকে প্রতারিত করে স্বাধীনতা উত্তর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছিল, দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের করাল গ্রাসে, দেশকে তলাবিহীন ঝুড়ির খেতাবপ্রাপ্ত হতে হয়, জাতির এরকম এক চরম দুঃসময়ে ৭ নবেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়ার ক্ষমতার হাল ধরেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সংলাপের আহ্বানের প্রসঙ্গ টেনে বলেন, রাষ্ট্রপতিও বলেছেন সংলাপ করা উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আমরা দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংলাপ যখন আমরা আহ্বান করেছি, তখন আওয়ামী লীগ নাকচ করে দিয়েছেন। ফখরুল বলেন, আমি জানি না, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কী না? সে কথাও আমরা বলতে চাই না, বলতে পারি না। শুধু এই কথা বলতে চাই, রাষ্ট্রপতি যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়ে এ কথা বলে থাকেন। তিনি সত্যি কথা বলেছেন। এদেশের মানুষ সংলাপের মধ্য দিয়ে সংকটের নিরসন চায়। তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আলোচনা ও সংলাপ চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মধ্যে দিয়ে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক এটাই চাই। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া সেই কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের। আগেই প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন। ফখরুল বলেন, খালেদা জিয়া নিজ উদ্যোগে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রস্তাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটা অন্তঃসারশূন্য বলে নাকচ করে দিলেন। তারপর রাষ্ট্রপতি যখন ডাকল আমরা তখন একটু অবাকই হয়েছি। সরকারী দল তারা আলোচনা করতে চায় না। তাহলে রাষ্ট্রপতি ডাকলেন কেন। আমরা জানি না, এই ডাকার মধ্যে কোন ছলছাতুরি আছে কি না। আমরা বিশ্বাস করতে চাই, আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রপতি ডেকেছেন এবং আন্তরিকতার সঙ্গেই একটি নির্বাচন কমিশন গঠন করবেন। যার মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। আর যদি তা না হয়ে থাকে, তাহলে আগের মতই মেরুদ-বিহীন নির্বাচন কমিশন গঠন করা হবে। যা কোনদিন এ দেশের মানুষ মেনে নেবে না। সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গোটা দেশ এখন অবরুদ্ধ। সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে খালেদা জিয়ার নেতৃত্বে অধিকার ফিরিয়ে আনতে লড়াই করতে হবে। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের যে আমন্ত্রণ জানিয়েছিলেন সেটি ছিল পাতানো ষড়যন্ত্র। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী নিরপেক্ষ ইসি গঠন করে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। তা না হলে সৃষ্ট রাজনৈতিক সঙ্কটের সমাধান হবে না। মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার মোস্তাহিদুর রহমানম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। দলীয় সার্চ কমিটি হলে নির্বাচন কমিশন অতীতের মতই হবে- ফারুক : দলীয়ভাবে সার্চ কমিটি গঠন করা হলে হলে নির্বাচন কমিশন অতীতের মতই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, ৫ জন সামাজিক ব্যক্তির নামের তালিকা তৈরি করে আপনি প্রধানমন্ত্রীকে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিন। অন্যথায় নির্বাচন কমিশন ধ্বংস হয়ে যাবে। আর রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানাচ্ছি। বুধবার দুুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ। সাবিহ উদ্দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ॥ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার রাত এগারোটায় সাবিহ উদ্দিন আহমেদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
×