ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিএনপির কমিটিতে রিজভীর অনুগতরা

প্রকাশিত: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০১৭

রাজশাহী বিএনপির কমিটিতে রিজভীর অনুগতরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ত্যাগী নেতাদের বাদ দিয়ে শুধু রুহুল কবির রিজভীর অনুগত ও বিতর্কিতদের রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মিজানুর রহমান মিনুপন্থী নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজশাহী বিএনপি রক্ষা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করে দলের সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিজানুর রহমান মিনু পন্থীরা এ অভিযোগ করেন। একই সঙ্গে এই দুটি কমিটি স্থগিত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিএনপি রক্ষা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান পিন্টু। সভাপতিত্ব করেন মহানগরের সাবেক সভাপতি ও রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদা। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শুধুমাত্র রুহুল কবির রেজভীর অনুগত ও পৃষ্ঠপোষক হওয়ায় বিতর্কিতদের মহানগর ও জেলার নেতৃত্বে আনা হয়েছে। বিগত দিনে আন্দোলনে মাঠে থাকা বা তাদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের কোন উদাহরণ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, নগরীর মতিহার থানার বিএনপির সভাপতি আনসার আলী, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, শাহমুখদুম থানার সভাপতি মনিরুজ্জামান শরিফ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট মহানগরের আংশিক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। টিফিন বক্স বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৮ জানুয়ারি ॥ বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল। নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২৯, ভেবড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে-৫৪ ও মালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৬ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করেন। ওই সময় ঠাকুরগাঁও স্থানীয় সরকার দফতরের উপ-পরিচালক আবদুল ওয়াহেদ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারীতে কৃষিমেলা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তিমেলা। বুধবার দুপুরে পৌর মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এই মেলায় মোট ৫৫টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
×