ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ১৬ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ জানুয়ারি ॥ বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এক দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রবিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হকসহ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, সদস্য উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল, রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, নীলফামারী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরোয়ার মানিক, গাইবান্ধা সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ একরামুল হক খান, জেলা সংগঠনের সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ। সম্মেলন শেষে অধ্যক্ষ মোঃ একরামুল হক খানকে সভাপতি কাজী আবু রাহেন শফিউল্যাহকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৫ জানুয়ারি ॥ পটুয়াখালীতে কলেজছাত্র মাহবুবুর রহমান মুসা হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টার দিকে পটুয়াখালী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে কালো ব্যাজ ধারণ করে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, সহপাঠী ও নিহতের স্বজনসহ এলাকাবাসীরা। মাহবুবের হত্যাকারীদের আগামী তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে নিহত মাহবুবের পিতা ইউসুফ প্যাদা বাদী হয়ে শনিবার পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেনÑ টাউন জৈনকাঠী এলাকার জুলফু বয়াতির ছেলে আল আমিন (২২), একতা সড়কের মশিউর রহমানের ছেলে বাপ্পি, গোরস্তান রোডের হালিম গাজীর ছেলে জহির রায়হান (২৪), নিউ মার্কেটের মুরগি ব্যবসায়ী (অজ্ঞাত) ছেলে মিরাজ, চরপাড়ার অভি, একতা সড়ক এলাকার বাসিন্দা মিজানসহ অজ্ঞাত আট থেকে নয় সন্ত্রাসী যুবককে আসামি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জানুয়ারি ॥ বড়াইগ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র বড়াইগ্রাম মহিলা কলেজ থেকে বড়াইগ্রাম পৌর সদর থেকে ৬ কিলোমিটার দূরে মৌখাড়া ইসলামিয়া মহিলা কলেজে স্থানান্তরের প্রতিবাদে ও কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম রনি পারভেজ আলম, জেলা পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য আবুল কালাম জোয়ার্দার, বড়াইগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও হেলেনা বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহমেদ সুজাব মির্জা, জাসদ ছাত্রলীগের জেলা আহ্বায়ক মিঠুন নন্দী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা গত ১০ বছর ধরে বড়াইগ্রাম মহিলা কলেজ বহাল থাকা কেন্দ্র বিনা কারণে আকস্মিকভাবে স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পুনর্বহালের আলটিমেটাম দেন। নাটোরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জানুয়ারি ॥ লালপুরের মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে কালো ব্যাচ ধারণ, নীরবতা পালন ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ফ্রন্ট জেলা শাখার আয়োজনে রবিবার সকাল নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রত্যেক উপজেলার কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের শুরুতে কালো ব্যাচ ধারণ করেন মরহুম মোশারফ হোসেনের রুহের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দীঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক হায়দার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালপুরের মহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন, সিংড়ার কলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কবির, বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ রবিউল করিম, ফিরোজা খাতুন প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লালপুর-বাঘা সিমান্তের তিনখুটিতে মোশারফ হোসেনকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাঠ্য বইয়ে বিকৃতি ॥ ফরিদপুরে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ জানুয়ারি ॥ এনসিটিবি (ন্যাশন্যাল কারিকুলাম ও টেক্সবুক বোর্ড) প্রণীত পাঠ্যপুস্তকে বিভ্রান্তি, বিকৃতি, সাম্প্রদায়িকতা বিষয় অন্তর্ভুক্তি এবং প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়াসহ আট দফা দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক গণসংগঠনসমূহ। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ঝিলটুলী মহল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব। আরও বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, জেলা সিপিবির সভাপতি রফিকুজ্জামান, জেলা যুবলী ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মুকুল রায় প্রমুখ। নেত্রকোনায় বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ জানুয়ারি ॥ ভুলে ভরা ও বিকৃত পাঠ্যবই সংশোধন এবং প্রগতিশীল লেখক-কবিদের লেখা অন্তর্ভুক্ত করার দাবিতে রবিবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন : উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, তাহেজা বেগম, হারুন-অর-রশিদ, নীলম বিশ্বাস রাতুল, সাংবাদিক সঞ্জয় সরকার ও আলপনা বেগম প্রমুখ। মরা গরুর মাংস বিক্রি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৫ জানুযারি ॥ ভালুকা বাজারে রবিবার দুপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে জসিম উদ্দিন নামে এক কসাইকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জানা যায়, ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর ফাইজুর রহমান ভালুকা বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস বিক্রি করার সময় জসিম উদ্দিনকে আটক করে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল জাকির খাদ্য নিরাপত্তা আইনে জসিমকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। মোহনগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৫ জানুয়ারি ॥ মোহনগঞ্জ পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত শিয়ালজানি খালের গরুহাট্টা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা সাড়ে ১১টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান, সহকারী উপভূমি কর্মকর্তা মাহাবুব আলম, উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে রবিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর পাইওনিয়ার এম.এল.আর.এস. রেজি: আর্ট: কোম্পানি সাভার সেনানিবাসের রবিবার সকালে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে। এ সময় তারা কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় শীতার্ত তিন শতাধিক নারী-শিশু ও বৃদ্ধের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সাভার সেনানিবাসের ওই কোম্পানির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সোহেল, উপ-অধিনায়ক মেজর আরিফুল ইসলাম চিশতী, ক্যাপ্টেন এ্যাডজুট্যান্ট শাহ জালাল পাশা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি ॥ সোনারগাঁও থেকে অপহরণ চক্রের দুই নারী সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার ভোর ৫টায় সোনারগাঁও উপজেলা কাঁচপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আঃ আলীম, মমতাজ বেগম ও স্ত্রী সুমি আক্তার। এ সময় মুক্তিপণের ৯৪ হাজার টাকাসহ সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত আনোয়ার বেপারীকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের কাছ থেকে ব্যবহৃত ৫টি মোবাইল জব্দ করা হয়। অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিজিবি বকচর সীমান্ত হতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইন আটক করেছে। হেরোইনের পরিমাণ ২ কেজি ১শ’ গ্রাম বলে জানা গেছে। পদ্মার পাড়ে শনিবার রাতে বিজিবি টহল দেয়ার সময় এই হেরোইন উদ্ধার করে। অন্ধত্ব থেকে মুক্তি পেল তিন শতাধিক রোগী স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে এবার অন্ধত্ব থেকে মুক্তি পেল তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু। চক্ষু শিবির থেকে বাছাইকৃত রোগীদের মধ্যে থেকে ৩০৫ রোগীকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে ২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ ও সেবা দেয়া হয়। রবিবার দুপুরে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানান। ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ এ সেøাগান নিয়ে বাগেহাটের মোংলা পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, দাকোপসহ আশপাশ উপজেলার ৩ হাজার ৬শ’ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। যশোরে পিঠা উৎসব স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নারিকেল কোরা দিয়ে কুলি পিঠে গড়ছে কেউ কেউ, ফুটন্ত লোহার কড়াইতে ভাজা হচ্ছে পাকান পিঠে। নিপুণ হাতের ছোঁয়ায় পাটিসাপটায় ভাঁজ দিতে ব্যস্ত উদীচীর মেয়েরা, ধোঁয়া তোলা ভাপা পিঠে কলাপাতায় সাজিয়ে রাখছে অনেকে, উদীচী আঙ্গিনাজুড়ে শীতকালীন পিঠের গন্ধে ভরপুর, শনিবার মাঘ মাসের প্রথম দিন সংগঠন আঙ্গিনায় পিঠা উৎসব আয়োজন করে উদীচী যশোর। গরম গরম ভাপা, পুলি, পাকান, পাটিসাপটাসহ বিভিন্ন পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় উৎসবে আসা অতিথিদের। সন্ধ্যায় উদীচী যশোরের জেলা কার্যালয় চত্বরে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসবের। এতে সভাপতিত্ব করেন উদীচী যশোরের সহ-সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য। এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবৈধভাবে পাচারের সময় রবিবার সকালে বিশাল আকৃতির দুইটি কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা। কোস্টগার্ডের বরিশাল অফিসের অফিসার আনিসুর রহমান জানান, প্রায় ৪০ কেজি ওজনের একটি কচ্ছপ দপদপিয়ার জিরো পয়েন্ট ও প্রায় ৫০ কেজি ওজনের অন্যটি সাগর থেকে পাচারকালে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেছেন। তবে এ সময় পাচারকারী দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।
×