ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০০, ১৬ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

অস্ত্রসহ আটক জেএমবি সদস্য ৭ দিনের রিমান্ডে নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জানুয়ারি ॥ দেশী-বিদেশী অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ নাটোরের চাঁদপুর থেকে আটক ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই রবিবার বিকেলে ফজলুরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর পাবনা পাড়ার নিজ বাসা থেকে জেএমবি সদস্য ফজলুর রহমানকে অস্ত্রশস্ত্রসহ আটক করে পুলিশ। পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানসহ ৬ জেএমবি সদস্যের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন। রংপুরে জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ জানুয়ারি ॥ জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ্ সালাফিকে (৪৭) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাতে শহরের স্টেশন রোডের দুদক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয় এবং তার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তিনি জানান, তার বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। সালাফি ১৯৯৯-২০০০ সালে রংপুর শহর শাখার ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। সিলেটে বানরের উৎপাত বন্ধে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বনের বানর এখন লোকালয়ে। আর তাদের উৎপাতে নগর জীবন অতিষ্ঠ। এলাকাবাসী বানরের উৎপাত থেকে রেহাই পেতে এবার মানববন্ধন করেছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বানরের উৎপাতে আক্রান্ত হচ্ছেন নগরীর শিশু-তরুণ-যুবক থেকে শুরু করে বয়স্করাও। আচমকা দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোট শিশুদের আক্রমণের পাশাপাশি বাসাবাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাংচুর করছে অবলিলায়। বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে বন বিভাগ ও সিটি কর্পোরেশনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত লোকালয় থেকে বানর তাড়াতে কোন ব্যবস্থা না নেয়ায় বানরের উৎপাত বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। রবিবার সকালে নগরীর আম্বরখানা এলাকায় ‘মানববন্ধন’ কর্মসূচী পালন করেন স্থানীয় চার নং ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধনে ‘বানরের উৎপাত থেকে রক্ষা পেতে সকলকে সোচ্চার ও সহযোগিতার আহ্বান’, ‘আমি শিশু আমাকে রক্ষা করুন’ এমন প্ল্যা-কার্ড নিয়ে উপস্থিত হন ক্ষুদে শিক্ষার্থীরাও। মানবন্ধনে উপস্থিত জনসাধারণরা জানান, ‘বানর মারার জন্য এই আন্দোলন নয়। লোকালয় থেকে তাদের সংরক্ষিত বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার দাবিতেই আন্দোলনে নেমেছি। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক। তারা বানরের উপদ্রব ঠেকাতে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান। আদালত ভবনের সিসি ক্যামেরা চুরি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ জানুয়ারি ॥ জেলা জজ আদালত ভবন থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় শনিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বিকেলে ওই ঘটনায় জেলা জজের নেতৃত্বে বিচারক ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকও হয়েছে। অন্যদিকে ঘটনাটি নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে। জানা যায়, নিরাপত্তার স্বার্থে কয়েক মাস আগে শেরপুরের জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়। শনিবার সকালে হঠাৎ দেখা যায়, জেলা জজ আদালত ভবনের নিচতলায় থাকা হাজতখানার সামনে বসানো সিসি ক্যামেরাটি নেই। এরপরই শুরু হয়ে যায় হুলস্থূল। চট্টগ্রামে ৮ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আবদুল আলী নগর এলাকায় আগুনে পুড়েছে ৮টি বসতঘর। শনিবার রাত ৩টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে ৮টি বসতঘর ছাড়াও দুটি ঝুটের গুদাম এবং একটি ভাঙ্গারি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি গাড়ি প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হরগঙ্গা কলেজে বইমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সরকারী হরগঙ্গা কলেজে কৈশোর তারুণ্যের বইমেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে কলেজটির শহীদ মিনার প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ড. মোরশেদ শফিউল হাসান। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শায়লা ফারজানা। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ। সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহাফুজুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব তুষার আব্দুল্লাহ, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল। টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ও সময় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। শনিবার ১টায় টেকনাফ সদর তিন নম্বর সøুইচ গেট এলাকায় বিজিবি এ অভিযান চালায়। বিজিবি সূত্র জানায়, রাতের আঁধারে হেঁটে পথ অতিক্রম করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দুই ব্যক্তি কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। ফেলে যাওয়া ওই ব্যাগ থেকে ৩ কোটি টাকার ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অগ্নিকা-ে ১৭ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অগ্নিকা-ের ঘটনা ঘটে শনিবার রাতে। পুড়ে যায় ১৭টি খড়ের ঘর। অগ্নিকা-ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান রান্নাঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত। বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর চার শত বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই বই বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ জানুয়ারি ॥ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। রবিবার বিকেলে সদর উপজেলার গোবরা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাউদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইব্রাহীম মোল্লা, আবু তালেব, গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল ও এসেনসিয়াল ড্রাগস্্ লিঃ এর উপব্যবস্থাপক (প্রকৌশল) মফিজুর রহমান শেখসহ অনেকে। সমাবেশে মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা করেন।
×