ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতির যোগব্যায়াম!

প্রকাশিত: ০৫:৫১, ১১ জানুয়ারি ২০১৭

হাতির যোগব্যায়াম!

আটপৌঢ়ে ঘরণী থেকে কলেজ পড়ুয়া। বলিউড থেকে ক্রিকেট দুনিয়া। আজকাল যোগব্যায়ামে মেতেছে প্রায় সকলেই। নিজে যোগাসন করার পাশাপাশি দেশবাসীকে যোগে নিযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগকে মোবাইলের মতো নিত্য ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। ভারতসহ গোটা বিশ্বে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগের বহুল প্রভাব ও প্রচারের দিনে তা কি শুধু মানবজীবনেই সীমাবদ্ধ থাকবে? যোগ যে শুধু মনুষ্য সম্পত্তি নয়, তার প্রমাণ সম্প্রতি মিলেছে আফ্রিকার দেশ জিম্বাবুইয়েতে। প্রমাণ দিয়েছে একটি হাতি। আর হাতির যোগব্যায়ামের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করেছেন ব্রাজিলের ফটোগ্রাফার এ্যানা জিঙ্গার। জিম্বাবুইয়ের জঙ্গলে এ্যানার তোলা সেই ছবিই সম্প্রতি সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়। এটি অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে যায়। অনেকেই হাতির এই বুদ্ধিমত্তার প্রসংশা করে মন্তব্য করেছে। -ইয়াহু নিউজ অবলম্বনে
×