ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ০৪:০২, ১১ জানুয়ারি ২০১৭

বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মবিরতি অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১০ জানুয়ারি ॥ কর্মবিরতির তৃতীয় দিনেও বড়পুকুরিয়ার খনি শ্রমিকদের সমস্যার সমাধান হয়নি। খনির ১০৪১ শ্রমিক তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছে। তারমধ্যে খনির ভূগর্ভে অবস্থানরত ২৮৫ শ্রমিকের মধ্যে ১০ জন মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের ১৪শ’ ফুট গভীর থেকে উত্তোলন করে দ্রুত পাশর্^বর্তী ফুলবাড়ী হেলথ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২ টায় খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খনির ব্যবস্থাপনা পরিচালকের চেম্বারে আলোচনায় বসেছেন। ব্যবস্থাপনা পরিচালক এসএম নূরল আওরঙ্গজেবসহ খনির বিভাগীয় কর্মকর্তাগণ আলোচনায় অংশ নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা চলছে। সূত্রমতে শ্রমিকদের আন্দোলনের কারণে খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এসএম নূরল আওরঙ্গজেব জানান আলোচনার বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই অচল অবস্থা নিরসনে তিনি আশাবাদী। বাউফল খাল দখল করে ভবন নির্মাণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ জানুয়ারি ॥ বাউফল পৌর শহরের একমাত্র খালটি দখল হয়ে যাচ্ছে। ফলে পয়োনিষ্কাশন ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। সরেজমিন দেখা গেছে, বাউফল পৌর শহরের পূর্বদিকে আতাহার গাজী ব্রিকফিল্ড থেকে শুরু করে পশ্চিমে কাগুজীপুল ভায়া নুরিয়া স্কুল, উত্তরে জোরব্রিজ ও দক্ষিণ দিকে শাহাপাড়া-সিকদার বাড়ি ব্রিজ পর্যন্ত খালটির দুই পাশ দখল করে বিভিন্ন ধরনের কয়েক শ’ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এক সময় এই খালটি দিয়ে স্্েরাত প্রবাহিত হলেও বর্তমানে খালটি মরে যাচ্ছে। একশ্রেণীর লোক খালের বিভিন্ন জায়গায় পাইলিং করে ভরাট করে পাকা ভবন ও দোকানপাট নির্মাণ করছেন। এ খাল দিয়ে বাজার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করে থাকেন। বর্তমানে খালটির দুই পাশ দখল হয়ে যাওয়ায় নাব্য কমে গেছে। নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে দিন দিন খালটির দুই পার দখল হয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। জামাইমেলা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ জানুয়ারি ॥ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ মাগুরার বড়রিয়া গ্রামের শতবর্ষের প্রাচীন মেলা বুধবার শুরু হচ্ছে। মেলা চলবে ৩ দিন। গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর বাংলা ২৮ পৌষ এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলার অন্যতম আকষণ জামাই আপ্যায়ন করা। মেলা উপলক্ষে ২০টি গ্রামের জামাইরা শ্বশুর বাড়িতে আসেন। শ্বশুররা উপকরণ দিয়ে জামাইদের আপ্যায়ন করেন । মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে । মেলায় নানা ধরনের পিঠা , মাছ , মাটির সামগ্রী ,শোপিচ , কসমেটিক , বাঁশ ও বেতের সামগ্রী , বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্য উঠেছিল বিক্রির জন্য । ২৩ স্কুলে ওয়াশ প্রকল্প স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শিশু বিবাহ রোধে সম্মিলিত উদ্যোগ প্রকল্প (এইসি) ইউনিসেফের অর্থায়নে কেয়ার বাংলাদেশ খুলনার দাকোপ উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া কলেজিয়েট স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কমিটির সভাপতি নিত্যরঞ্জন কবিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মহালদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ ও কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার রফিকুল ইসলাম।
×