ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা

প্রকাশিত: ০৭:৫৬, ১০ জানুয়ারি ২০১৭

তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা

বিশেষ প্রতিনিধি ॥ তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে আগের কর্মস্থলে তাদের পদায়নও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎকে সিনিয়র সচিবের মর্যাদা দেয়া হয়েছে। প্রথমবারের মতো ২০১২ সালের ৯ জানুয়ারি সরকার প্রশাসনে সিনিয়র সচিব নামে পদ চালু করে সরকার। নতুন এই তিনজন মিলে প্রশাসনে এখন সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১০। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
×