ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার তুরিন আফরোজের ওপর হামলার অভিযোগে কিশোর আটক

প্রকাশিত: ০৫:৫৪, ১০ জানুয়ারি ২০১৭

ব্যারিস্টার তুরিন আফরোজের ওপর হামলার অভিযোগে  কিশোর আটক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ জানুয়ারি ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সিনিয়র কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজের ওপর হামলা চেষ্টার অভিযোগে রানা ইসলাম (১৪) নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে। সে কিশোরগাড়ি ইউনিয়নের জাইতোরবালা গ্রামের নুরুল ইসলামের ছেলে। রানা বেঙ্গুলিয়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ জানিয়েছে, রানার সঙ্গে থাকা অপর আরোহী কিশোর রাসেল পালিয়ে গেছে। রাসেল পশ্চিম নারায়ণপুর হাই স্কুলের ছাত্র। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, ব্যারিস্টার তুরিন আফরোজ তার পিতা তসলিম উদ্দিনের দাফন ও কুলখানি শেষে সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কেওড়া বাংনি গ্রাম থেকে ঢাকা ফিরছিলেন। বিকেল সাড়ে ৩টায় তার গাড়িটি পলাশবাড়ি উপজেলা সদরের দক্ষিণ বন্দর এলাকায় আল নুর হোটেলের কাছাকাছি পৌঁছলে পশ্চিম দিক থেকে কলেজ রোড ধরে আসা একটি মোটরসাইকেল রংপুর-বগুড়া মহাসড়কে ওঠার সময় তুরিন আফরোজের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই মোটরসাইকেলটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মোটরসাইকেলের চালক রানা ইসলাম আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রানাসহ মোটরসাইকেলটিকে আটক করে। তবে রানার সাথী রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, বিষয়টি দুর্ঘটনাজনিত। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাকে আঘাত করার জন্য মোটরসাইকেলসহ তার ওপর হামলা চালানো হয়।
×