ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৫:৪৪, ৯ জানুয়ারি ২০১৭

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ লোকসংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি। সময়ের স্রোতধারায় সংগঠনটি পদার্পণ করেছে ১৪ বছরে। রবিবার আনন্দ আয়োজনে উদ্্যাপিত হলো ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। পৌষের সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানের সুরে, নৃত্যের ছন্দের ও বিশিষ্টজনদের আলোচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্মরণ করা হয় ওস্তাদ মোমতাজ আলী খানকে। অনুষ্ঠানে সঙ্গীতজ্ঞ সুধীন দাস, কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও মিনা বড়–য়া এবং মরণোত্তর বিপুল ভট্টাচার্যকে একাডেমি পদক প্রদান করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় গীত হয় উপমহাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানের গান। একাডেমির শিল্পীর সম্মেলক কণ্ঠে গেয়ে শোনায় কিংবদন্তি এই শিল্পীর বারোমাসি গান ‘আগুন জ্বালাইস না আমার গায়’। পরিবেশাটিতে নেতৃত্বে দেন সীমান্ত সজল। যাইওনা যাইওনা বন্ধুরে গানের সুরে সাগর আচার্যের পরিচালনায় পরিবেশিত হয় বৃন্দ নৃত্য। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কণ্ঠশিল্পী রুপু খান। আলোচনা শেষে ২০১১ সালের ওস্তাদ মোমতাজ আলী খান একাডেমি পদক প্রদান করা হয় সঙ্গীতজ্ঞ সুধীন দাসকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়ের পক্ষে ২০১২ সালের এ পদক গ্রহণ করেন তার বোন স্বপ্না রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী বিপুল ভট্টাচার্যকে ২০১৩ সালের জন্য মরণোত্তর পদক প্রদান করা হয়। ২০১৪ সালের এ পদক প্রদান করা হয় কণ্ঠশিল্পী মীনা বড়–য়াকে। পদকপ্রাপ্তদের স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। উত্তরীয় পরিয়ে দেন রুপু খান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সঙ্গীতে নিবেদিতপ্রাণ যথাযথ ব্যক্তিদেরই এ পদক প্রদান করা হয়েছে। আর লোকসঙ্গীতই আমাদের সংস্কৃতি চর্চাকে নিয়ে যেতে পারে মূলের ঠিকানায়। এ ধারার গানের চর্চা যত বেশি হবে জাতি তত বেশি সমৃদ্ধ হবে। গোলাম কুদ্দুছ বলেন, অনেকেই ওস্তাদ মোমতাজ আলী খানের গানগুলোকে নিজের মতো করে বিকৃতভাবে পরিবেশন করছে। এই বিকৃতি রোধে মোমতাজ আলী খানের গানকে যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল শেকড় আশ্রয়ী হৃদয়গ্রাহী লোকসঙ্গীতের পরিবেশনা। এ পর্বে গান শোনান মীনা বড়–য়া, আবু বক্কর সিদ্দীক, দিল আফরোজ রেবকা, নারায়ণ চন্দ্র শীল, নুরুন নাহার আউয়াল, মোঃ রহমত উল্লাহ, নাসরিন ফেরদৌস, কৃষ্ণ বাউল, রুপু খান প্রমুখ। লোকসঙ্গীতের এ পরিবেশনা পর্বে গাওয়া হয় মোমতাজ আলী খানের সুরারোপিত বিভিন্ন গান। আমার মুরশিদ চান্দের বাজারে গানের সুরে লোকনৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। শিল্পাঙ্গনে সারাহ হোজ্জাতির চিত্রকর্ম প্রদর্শনী ॥ ইরানের তরুণ চিত্রশিল্পী সারাহ হোজ্জাতি। স্বশিক্ষিত এই শিল্পী অল্প বয়স থেকে ছবি আঁকা শুরু করেন। পরবর্তী সময়ে চলচ্চিত্র কর্মী হিসেবেও রেখেছেন সৃজনশীলতার স্বাক্ষর। রবিবার থেকে ধানম-ির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হলো এই শিল্পীর ‘মাই ড্রিম ওয়ার্ল্ড’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। পঞ্চদশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পাঙ্গন গ্যালারি ও রেইনবো ফিল্ম সোসাইটি। রবিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র উৎসবের প্রধান উপদেষ্টা কবি রবিউল হুসাইন ও সদস্য মফিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সারাহ্্ হোজ্জাতি। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে এ্যাক্রেলিক ও জলরং মাধ্যমে চিত্রিত ৩০টি চিত্রকর্ম। ২০ জানুয়ারি পর্যন্ত চলমান এ প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাহিজা খানম ঝুনুকে সম্মাননা ॥ নৃত্যসংগঠন স্পন্দনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপিত হলো রবিবার। এ আয়োজনে সম্মাননা জানানো হলো দেশের নৃত্যাঙ্গনে অনবদ্য ভূমিকা রাখা নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুকে। তাঁকে সম্মাননা প্রদান ছাড়াও অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা এবং স্পন্দনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ। রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে বসে এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। স্পন্দনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান সিন্্হার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন বাবু। তিন দিনের পৌষ মেলার সমাপ্তি ॥ পৌষমেলা উদ্যাপন পর্ষদের আয়োজনে তিন দিনের পৌষমেলার শেষ দিন ছিল রবিবার। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার শেষ দিনে পিঠাপুলির আয়োজন ছিল সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর মাঝে বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দলীয় সঙ্গীত পরিবেশন করে লোকাঙ্গন, ভিন্নধারা, সুরসপ্তক ও রবিচ্ছায়া। একক আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, ঝর্ণা সরকার ও মাসুম আজিজুল বাসার। দলীয় আবৃত্তিতে অংশ নেয় মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। দলীয় নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র ও বাফার শিল্পীরা।
×