ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ফের মোতায়েন হচ্ছে মার্কিন মেরিন

প্রকাশিত: ০৪:০৩, ৮ জানুয়ারি ২০১৭

আফগানিস্তানে ফের মোতায়েন হচ্ছে মার্কিন মেরিন

চলতি বছর আরও পরের দিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে প্রায় ৩শ’ মেরিন মোতায়েন করা হবে বলে পেন্টাগন জানিয়েছে। সৈন্যরা এর আগে আফগানিস্তানে লড়াইয়ে নিয়োজিত ছিলেন সেখানেই তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে। -ওয়ালস্ট্রিট জার্নাল। ২০১৪ সালের পর হেলমান্দে মেরিন মোতায়েন এটাই প্রথম। এ নৌসেনা দল তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াইরত আফগান সৈন্য ও পুলিশ কর্মকর্তাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে দেশের উত্তরাঞ্চলে কয়েক ডজন নৌসেনা ও নৌবাহিনীর কর্মচারী মোতায়েন রয়েছে। এ সৈন্যরা জর্জিয়ায় বার্গমান বিমান ক্ষেত্র প্রহরারত সৈন্যদের সঙ্গে যোগ দিচ্ছে। ২০১৪ সালে মেরিন সেনারা কম্ব্যাট মিশন শেষে হেলমান্দে তাদের প্রধান ঘাঁটি ক্যাম্প লেদারনেক আফগানদের কাছে হস্তান্তর করেছিল। বানর ধরে দিলে চাকরি... ভারতের দক্ষিণ দিল্লীর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী বানর ধরতে পারলে চাকরিতে নিয়োগ দেয়া হবে। কর্পোরেশনের প্রথম বিজ্ঞাপনে বলা হয়, বানর ধরে দিলে বানর প্রতি টাকা দেয়া হবে। কিন্তু সে উদ্যোগ সফল না হওয়ায় নতুন পরিকল্পনা নেয়া হয়। এতে একটি বানর ধরে দিলে ১৮ হাজার রুপীর চাকরি দেয়ার ঘোষণা হয়। - ওয়েবসাইট জেলের বদলে বুকডন! যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটন পুলিশের এরিক নামের এক সদস্য আইনের বাইরে গিয়ে ব্যতিক্রমী এক কাজ করলেন। আলিংটনের এক সিনেমা হলের সামনে বসে এক কিশোরকে গাঁজা টানা অবস্থায় ধরে ফেলেন এরিক। আইন অনুযায়ী কিশোরের জেল হবার কথা। তবে তাকে জেল-জরিমানা বা অন্য কোন রকম সাজা না দিয়ে দু’শ’টি বুকডন দিয়ে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এরিকের ব্যাপক প্রশংসা করা হয়। -ইন্টারনেট
×