ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসি গঠন বিষয়ে রাষ্ট্রপতির কাছে ন্যাপের ৭ প্রস্তাব

প্রকাশিত: ০৮:৩৯, ৫ জানুয়ারি ২০১৭

ইসি গঠন বিষয়ে রাষ্ট্রপতির কাছে ন্যাপের ৭ প্রস্তাব

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে আলোচনাকালে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন ও বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের অংশ হিসেবে ন্যাপ-এর নির্বাহী সভাপতি আমিনা আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাত করেন এবং এই প্রস্তাব দেন। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় প্রতিনিধিদল ৭দফা প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুসারে, বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল অন্য পেশাজীবীর সমন্বয়ে সার্চ-কমিটি গঠিত হতে পারে। এ ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় নির্বাচনের প্রার্থীদের জন্য বিতর্ক ও সভা আয়োজনের প্রস্তাব দেয় প্রতিনিধিদলটি। রাষ্ট্রপতি হামিদ বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গত বছরের ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। উল্লেখ্য, কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হবে।
×