ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ৬ ব্রিজ ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৬:১৮, ২৯ ডিসেম্বর ২০১৬

বাউফলে ৬ ব্রিজ ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ ডিসেম্বর ॥ বাউফল পৌর শহরের ৬ ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন। সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদ চত্বরের পেছনে খালের উপর নির্মিত আরসিসি ব্রিজটির উত্তর পাশ দেবে গেছে। এ ছাড়াও এ ব্রিজটির নিচের অংশে লাহার খাম্বা ও বিম বেঁকে গিয়ে ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে বিভিন্ন ধরনের যানবাহনসহ পৌরসভার ৮নং ওয়ার্ডের জনগণসহ নাজিরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়ত করে। ওই খালের বাংলাবাজার এলাকায় অপর একটি ব্রিজের উপরের সøাব ভেঙ্গে গিয়ে রড বেরিয়ে গেছে। একই খালের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সামনের আরসিসি ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ব্রিজটির নিচের অংশে লোহার বিম বেঁকে গেছে। এই ব্রিজ দিয়ে ওই কলেজের কয়েক শ’ শিক্ষার্থীসহ এলাকার মানুষ যাতায়ত করে। ২নং ওয়ার্ডের বাউফল সরকারী কলেজের সামনে খালের উপর নির্মিত একটি আয়রন ব্রিজের উপরের সøাব ও রেলিং ভেঙ্গে গেছে। ওই ব্রিজটির উত্তর পাশে এ্যাপরোচ সড়ক না থাকায় যানবাহনচলাচল করতে পারছে না। ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়াও পৌর শহরের বাজার ব্রিজ ও গালর্স স্কুল রোড ব্রিজও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ দুইটি ব্রিজের বিম ও এ্যাঙ্গেল পুরনো হয়ে গেছে।
×