ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইডব্লিউজির পর্যবেক্ষণ নাসিক নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

প্রকাশিত: ০৫:৪২, ২৫ ডিসেম্বর ২০১৬

ইডব্লিউজির পর্যবেক্ষণ নাসিক নির্বাচন শান্তিপূর্ণ ও  বিশ্বাসযোগ্য

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংস্থাটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। ইডব্লিউজির পর্যবেক্ষণ মতে, নাসিক নির্বাচনে সকাল ১০টা নাগাদ ২৪ শতাংশ, দুপুর ১টা নাগাদ ৪৫ শতাংশ এবং বিকেল ৩টা নাগাদ ৫৬ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টার পর ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়। ৯৬ শতাংশ ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশ নিশ্চিত করে ভোট গণনা শুরু হয়। গণনকেন্দ্রে অযাচিত কোন ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। লিখিত বক্তব্যে ইডব্লিউজির পরিচালক মোঃ আব্দুল আলীম বলেন, আমরা নির্বাচনে কোন সহিংসতা দেখতে পাইনি। কাউকে জাল ভোট দিতে দেখিনি। আমাদের সামনে ভোটারকে বাধা দেয়া হয়নি। এ কারণে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে, নারায়ণগঞ্জ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নাসিক নির্বাচনে ১৭৪ ভোটকেন্দ্রের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে ৩১টি কেন্দ্র বাছাই করে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে তিনটি কেন্দ্রের ভেতরে পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি। ভোটকেন্দ্র খোলা থেকে বন্ধ ঘোষণা পর্যন্ত বাইরের পরিবেশসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিবেচনায় নেয়া হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়, সব ভোটকেন্দ্রে বড় দুটি রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের উপস্থিতি ছিল। পোলিং এজেন্ট অথবা ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়ার কোন নজির দেখা যায়নি। কোন প্রার্থী বা রাজনৈতিক দলের প্রার্থী বা এজেন্টদের কাছ থেকে অনিয়মের কোন অভিযোগও পাওয়া যায়নি বলে জানিয়েছে ইডব্লিউজি।
×