ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ব্যবসা গুটিয়ে আনার হুমকিতে উদ্বিগ্ন নয় চীন

প্রকাশিত: ০৪:২২, ২৩ ডিসেম্বর ২০১৬

ট্রাম্পের ব্যবসা গুটিয়ে আনার হুমকিতে উদ্বিগ্ন নয় চীন

যেসব মার্কিন কোম্পানি বিদেশে বিশেষ করে চীনে উৎপাদনমূলক কর্মকা-ে চালাচ্ছে তাদের সেই কাজ সীমিত করা হবে, এ কথা আগেই ঘোষণা করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। আগামী মাসে তার দায়িত্ব গ্রহণের কথা। তিনি মনে করেন মার্কিন কোম্পানিগুলো বিদেশে কলকারখানা চালানোর ফলে দেশের ভেতরে কর্মসংস্থান কমে গেছে। তার মতে, এর ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চীন। ওয়াল স্ট্রিট জার্নাল। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যে, এ্যাপলসহ অন্যান্য মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা চীন থেকে গুটিয়ে আনা হবে। এতে স্বাভাবিকভাবে চীনের মেগাসিটি শেনজেনের শ্রমজীবী শ্রেণীর উদ্বিগ্ন হওয়ার কথা ছিল। বিশ্বের হাইটেক গ্যাজেটগুলোর উল্লেখযোগ্য অংশ এখানেই উৎপাদিত হয়ে থাকে। চীনের আজকের ব্যস্ততম বাণিজ্যিক নগরী শেনজেন কিছুকাল আগেও ছিল এক অখ্যাত গ্রাম। এ্যাপল, হুয়েইসহ বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানিতে প্রায় ২ লাখ ৩০ হাজার শ্রমিক কাজ করছে। ট্রাম্প যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এ্যাপলকে চীন থেকে ফিরিয়ে নেবেন, চীনে উৎপাদিত পণ্যের ওপর অধিকহারে শুল্ক বসাবেন, এ নিয়ে শেনজেনের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা মোটেই বিচলিত নন। তারা বলছেন, শেনজেন এখন অর্থনৈতিক ও প্রযুক্তির দিক দিয়ে এতটাই এগিয়েছে যে, এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তারা রাখে।
×