ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রকাশিত: ০৮:২৫, ২০ ডিসেম্বর ২০১৬

না’গঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মোঃ রইস উদ্দিন ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইউনুস আলী আকন্দ। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে। ব্যারিস্টার মওদুদ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে। সোমবার সুপ্রীমকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, নামের তালিকা দেয়া হয়েছে। তবে নাম প্রকাশ করা যাবে না।
×