ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগের জনসভা

প্রকাশিত: ০৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৬

১০ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগের জনসভা

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীতে জনসভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জনসভায় মানুষের ঢল নামিয়ে বড় ধরনের সাংগঠনিক শক্তির মহড়া দিতে চায় দলটি। এ ব্যাপারে এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য ঢাকা মহানগর থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যের পাশাপাশি সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত যৌথসভা থেকে এ নির্দেশ দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় ওবায়দুল কাদের বলেন, বিজয় দিবসে আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। শেখ হাসিনার সুযোগ্য ও সাহসী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে বর্তমান সরকার তথা আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসভার আয়োজন করবে। এই জনসভা সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকার দলীয় সংসদ সদস্য এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনকে নির্দেশ দেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১০ জানুয়ারি দুপুর আড়াইটায় এই জনসভা শুরু হবে। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের মাহবুবউল আলম হানিফ, ডাঃ দীপু মনি, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান গোলাপ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, আবদুস সবুর, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, এস এম কামাল হোসেন, এবিএম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের এ কে এম রহমতউল্লাহ এমপি সাদেক খান, দক্ষিণের শাহে আলম মুরাদসহ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের অধিকাংশ সভাপতি ও সাধারণরা উপস্থিত ছিলেন।
×