ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাট প্রেসক্লাবের ৪ দশক পূর্তি

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৬

বাগেরহাট প্রেসক্লাবের ৪ দশক পূর্তি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষ দূর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়তে সাংবাদিকতার সাহসী ভূমিকা চিরস্মরণীয়। সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি দমনেও রয়েছে অসামান্য অবদান।’ রবিবার বাগেরহাট প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এ কথা বলেন। আনন্দ শোভাযাত্রা শেষে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শাহ আলম টুকুর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন, হেপী বড়াল এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
×