ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মান্দায় হামলার প্রতিবাদে বিক্ষোভ ॥ গ্রেফতারে আল্টিমেটাম

প্রকাশিত: ০৫:২৫, ১৯ ডিসেম্বর ২০১৬

মান্দায় হামলার প্রতিবাদে বিক্ষোভ ॥ গ্রেফতারে  আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ ডিসেম্বর ॥ রাজনৈতিক ও সামাজিক বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর, মারপিট ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকার সর্বস্তরের মানুষ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লার পুত্র মহিদুল হক বাদশাসহ সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সোচ্চার এলাকার হিন্দু-মুসলমান সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের বিপক্ষের ঘরানার এমদাদুল হক মোল্লা মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে তার ছেলেসহ স্বজনদের দাপটে এলাকায় শুধু সংখ্যালঘু নয়, স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি সরকারী কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী ক্লিনিক মালিক ও নার্স কেউই যেন নিরাপদ নয়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় এবং বেছে বেছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে শনিবার সন্ধ্যায় প্রসাদপুর বাজারের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের প্রতিবাদে রবিবার সকালে মান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় রাধা-গোবিন্দ জিঁউ মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মন্দির কমিটির সভাপতি প্রলয় কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রবীণ কুমার দাস, রাধা-গোবিন্দ জিঁউ মন্দিরের সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পরিমল কুমার রায়, মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, বিশ্বনাথ ম-ল প্রমুখ।
×