ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুইল চেয়ারে পর্বত জয়

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৬

হুইল চেয়ারে পর্বত জয়

২০১১ সালের ৯ ডিসেম্বর। চ্যাম্পিয়ন পর্বতারোহী লাই চাই ওয়েই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তার কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়। পাঁচ বছর পর ঠিক একই দিনে তিনি ফের হংকংয়ের আইকন লায়ন রক পাহাড়ে আরোহন করেন। তবে এবার হুইল চেয়ারে। ৩৩ বছর বয়সী লাই চাই ওয়েই পর্বতারোহণে চারবার এশিয়ান চ্যাম্পিয়ন। তিনি বলেন, ‘দুর্ঘটনার শিকার হয়ে আমি যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি, আমি হাসপাতালে শুয়ে আছি এবং জানতে পারি, আমার অপারেশন হয়েছে। কর্মকর্তারা বললেন, আমার কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে এবং বাকি জীবন আমাকে হুইল চেয়ারেই কাটিয়ে দিতে হবে।’ তবে পায়ের শক্তি হারালেও মনের শক্তি একটুও কমেনি লাই চাইয়ের। সুস্থ হয়ে তিনি হুইল চেয়ার বক্সিংয়ে মনোসংযোগ করেন যাতে তিনি মানসিক ও শারীরিক ফিটনেস ফিরে পান। একই সঙ্গে তিনি তার পুরনো পর্বতারোহী বন্ধুদের সঙ্গে হুইল চেয়ারে পর্বতারোহণের প্রশিক্ষণ নিতে থাকেন। তিনি এক ছেলে সন্তানের বাবাও হন। এতে তার মনোবল আরও বেড়ে যায়। ২০১৪ সালে তিনি ফের লায়ন রক পাহাড়ে আরোহণের প্রতিজ্ঞা করেন। এতে তার বন্ধুদের মধ্যে উদ্বেগও তৈরি হয়। না জানি, আবার কোন দুর্ঘটনার শিকার হন লাই চাই। অবশেষে তারা সম্মত হন। তারা ভাবেন, পক্ষাঘাতগ্রস্ত কেউ হুইল চেয়ারে ৪৯৫ মিটার উঁচু পর্বতে আরোহণ করতে পারলে এটি তার জন্য রেকর্ড হবে। লাই চাই গত ৯ ডিসেম্বর তার ইচ্ছা পূর্ণ করেন এবং প্রথম কোন প্যারাপ্লেজিক এ্যাথলেট হিসেবে লায়ন রক পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হন। -অডিটিসেন্ট্রাল
×