ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নাট্যপথিক এইচআর অনিক

প্রকাশিত: ০৫:৫০, ১৭ ডিসেম্বর ২০১৬

নাট্যপথিক এইচআর অনিক

স্টাফ রিপোর্টার ॥ এইচআর অনিক। একজন প্রতিশ্রুতিশীল নাট্যকর্মী, নাট্যকার, নাট্য নির্দেশক। চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা অনিক অভিনয়ের পাশাপাশি মঞ্চ ও টিভি নাটক রচনার পাশাপাশি নির্দেশনাও দিয়ে থাকেন। এছাড়া বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও পরিচিতি আছে তার। নিজের মেধাকে সঙ্গী করে দেশীয় সংস্কৃতির নানা শাখায় কাজ করছেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে গ্রামের বাড়ি হলেও অনিকের জন্ম ঢাকায়। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করা অনিক এক সময় ক্রিকেট খেলতেন। খেলার অবসরে মহিলা সমিতির মঞ্চে নিয়মিত নাটক দেখতেন। দেখতে দেখতে এক সময় মঞ্চে কাজের প্রতি আগ্রহ জন্মে। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে বাঙলা নাট্যদলে যোগ দেন। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন চন্দ্রকলা থিয়েটার।দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন এইচআর অনিক। প্রশিক্ষণের জন্য ভারতের দিল্লী, কলকাতায়ও গেছেন। দিল্লীতে টেলিভিশন মিডিয়া ও ফিল্মের জন্য প্রশিক্ষণ নেন অনিক। দেশে ফিরে নিজের রচনায় নির্মাণ করেন প্রথম একক টিভি নাটক ‘শেষ থেকে শুরু’। এর পর একে একে ৪৮টি একক নাটক নির্মাণ করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য দর্শকনন্দিত নাটকগুলো হলোÑ ‘বিবর’, ‘মেঘ জোৎস্নায়’, ‘এখানে ভিসিডি ভাড়া দেয়া হয়’, ‘নবাব আলীর নবাবী’, ‘জার্নি বাই লেটার’, ‘অতৃপ্ত ভালবাসা’, ‘বেপারী মঞ্জিল’, ‘তবুও খুঁজে বেড়াই’, ‘কষ্টে আঁকা ভালবাসা’, ‘শেষ বিকেলের বন্ধু’, ‘বিবাহ চিকিৎসা’; ধারাবাহিক নাটক ‘যাযাবর’ প্রভৃতি। বেশ কয়েকটি বিজ্ঞাপনও নির্মাণ করেন তিনি। তারমধ্যে ‘ড্যান্স বাংলাদেশ ড্যান্স’, ‘ক্লাসিক চিপ্স’, ‘ক্লাসিক বিস্কিট’ উল্লেখযোগ্য। ‘বিবর’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে ট্র্যাব এ্যাওয়ার্ড নিয়েছেন তিনি। এইচআর অনিক ৪০টি টিভি নাটক লিখেছেন। অনিকের প্রতিষ্ঠিত চন্দ্রকলা থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পথনাটক পরিষদের স্থায়ী সদস্য। দলের প্রযোজনায় অনিকের রচনা ও নির্দেশিত নাটকগুলো হলোÑ ‘তামাশা’, ‘তন্ত্রমন্ত্র’, ‘ওপেন ইওর আইস’, ‘হাসপাতাল’, ‘আজব বাক্স’, ‘যদি কিছু মনে না করেন’ প্রভৃতি। ‘তামাশা’ নাটকে টু-া হাজীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অনিক। দলের বিভিন্ন প্রযোজনা দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের দিল্লীর আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়েছে। এর মধ্যে কলকাতার পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর আমন্ত্রণে দমদম নাট্যোৎসবে এইচআর অনিকের লেখা ও নির্দেশনায় ‘তন্ত্রমন্ত্র’ নাটকটি প্রশংসিত হয়। ভারতের দিল্লীতে সেরা নাট্যকার ও নির্দেশকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাঞ্চাল এ্যাওয়ার্ড পান এইচআর অনিক। তিনি ভারতের সাংস্কৃতিক দূত হন। চন্দ্রকলা থিয়েটারের আজকের অবস্থানের জন্য গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পথনাটক পরিষদ, চন্দ্রকলা থিয়েটারের সভাপতি মামুনুর রশিদ মামুনসহ সকল নাট্যকর্মীর কাছে কৃতজ্ঞ অনিক। তাদের ভালবাসা সঙ্গে করে দল ও নিজেকে এগিয়ে নিতে চান অনেক দূর। নাট্যপথিক অনিকের জন্য শুভকামনা।
×