ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরাতন হাইকোর্ট ভবন থেকে আইসিটি সরাতে ফের চিঠি

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৬

পুরাতন হাইকোর্ট ভবন থেকে আইসিটি সরাতে ফের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আবারও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রীমকোর্ট প্রশাসন। সোমবার সচিবালয়ে নিজ দফতরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, সুপ্রীমকোর্ট আবারও পুরাতন হাইকোর্ট ভবনে থেকে ট্রাইব্যুনাল সরিয়ে নিতে চিঠি দিয়েছে। তবে জনতার দাবি যেটা সেটাই করব। আবারও এ চিঠি পুনর্বিবেচনার জন্য পাঠাব। তার কারণ হচ্ছে, জনগণের ইচ্ছা যে ট্রাইব্যুনাল ওখানেই থাক। ট্রাইব্যুনাল শেষ হওয়ার পরে সেটা একটা জাদুঘর হোক। সেই জনগণের ইচ্ছাকে কি করে রূপ দেয়া যায় সেই চেষ্টাই আমি করব। এর আগে গত ২৩ আগস্ট পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল সুপ্রীমকোর্ট প্রশাসন। বিচারকদের স্থানস্বল্পতা এবং সংকুলানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরাতে এই চিঠি দেয়া হয়। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পুরাতন হাইকোর্ট ভবনে চলছে। ৪ ডিসেম্বর সুপ্রীমকোর্ট আইন মন্ত্রণালয়কে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন থেকে সরিয়ে নিয়ে ভবনটির দখল হস্তান্তর করার জন্য চিঠি পাঠায়।
×