ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তোলা হলো দিয়াজের মরদেহ, আনা হচ্ছে ঢাকায়

প্রকাশিত: ১৯:২৫, ১০ ডিসেম্বর ২০১৬

তোলা হলো দিয়াজের মরদেহ, আনা হচ্ছে ঢাকায়

অনলাইন ডেস্ক ॥ দাফনের প্রায় ২০ দিন পর আদালতের নির্দেশে শনিবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে দিয়াজের মরদেহবাহী গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ২০মিনিটে কবর থেকে দিয়াজের মরদেহ তোলার কাজ শুরু করে তদন্তের দায়িত্বে থাকা সিআইডি। সকাল সোয়া ৮টার দিকে তোলা হয় দিয়াজের মরদেহ। এরপর প‌্রাথমিক সুরতহাল শেষে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্স। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, সকালে লাশ তোলার পর পুনঃময়নাতদন্তের জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন দিয়াজের মামা সাজেদ বিন হামিদ, সিআইডির তদন্ত কর্মকর্তা এএসপি অহিদুর রহমান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান সর্দার ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন। তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ‌্রাম জোনের এএসপি অহিদুর রহমান বলেন, আমরা প‌্রাথমিক রিপোর্ট নিয়েছি। এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে পুনরায় ময়নাতদন্তের জন্য।
×