ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু নির্যাতন মামলা তদন্তে এসওপি অনুসরণ করুন ॥ আইজি

প্রকাশিত: ০৬:০০, ৮ ডিসেম্বর ২০১৬

নারী ও শিশু নির্যাতন মামলা তদন্তে এসওপি অনুসরণ করুন ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন মামলা তদন্তে ‘এসওপি’ অনুসরণের জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, পুলিশ যথেষ্ট আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলা তদন্ত করে থাকে। এজন্য বিভিন্ন থানায় নারীবান্ধব হেল্পডেস্ক চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে বুধবার জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে বাংলাদেশ পুলিশের জন্য প্রণীত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। শহীদুল হক বলেন, জেন্ডারভিত্তিক নির্যাতন মামলা তদন্ত ও প্রতিরোধে প্রণীত ‘এসওপি’ তদন্তকারী কর্মকর্তাদের জন্য সহায়ক হবে। পুলিশ ছাড়াও সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে নির্যাতনের শিকার নারী ও শিশুর সহযোগিতায় এগিয়ে আসতে হবে। ইউএনএফপিএর সহযোগিতায় ১৫টি থানায় নারীবান্ধব ডেস্ক চালু আছে। এসব ডেস্কে কর্মরত ও প্রশিক্ষিত নারী পুলিশ কর্মকর্তারা নির্যাতিত নারী ও শিশুদের সহায়তা দিয়ে থাকেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কক্সবাজার, পটুয়াখালী, সিলেট এবং জামালপুরের ৪৪ থানায় ইউএনএফপিএর প্রোটেকশন এ্যান্ড এমপাওয়ারমেন্ট অব উইমেন রাইটস্ (পিইডব্লিউআর) প্রকল্পের কার্যক্রম চালু আছে। মাছরাঙ্গা পাখি... নানা রঙের মাছরাঙা এশিয়া ও ইউরোপে বিলুপ্ত হতে চলেছে। রাসায়নিকের বিস্তার ও খাদ্য সমস্যার কারণে এসব পাখি কমছে। তবে সোমবার ইসরাইলের রুদিস এলাকায় বিরল প্রজাতির একটি মাছরাঙ্গার দেখা মেলে-এএফপি। মৌমাছির আনাগোনা ফুল থাকলে মৌমাছির আনাগোনা হবেই। হলোও তাই। স্পেনের দিগন্তজোড়া জাফরান বাগানে ফুটেছে অসংখ্য জাফরান ফুল। এই ফুলে বসে মধু সংগ্রহের চেষ্টা করছে একটি মৌমাছি-এএফপি।
×