ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিদ্যুত ও জ্বালানি সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ১৮:৪২, ৭ ডিসেম্বর ২০১৬

নীলফামারীতে বিদ্যুত ও জ্বালানি সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘অদম্য বাংলাদেশ’ ‘শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানে সারা দেশের ন্যায় নীলফামারীতেও শুরু হয়েছে বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ। নীলফামারী বিউবো (নওজোপাডিকো) আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের চত্বর হতে এ জেলার বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ এবং বর্ণাঢ্য র‌্যালীর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের সবুজপাড়াস্থ্য বিউবো কার্যালয়ে এসে শেষ হয়। এখানে বিদ্যুত খাতে সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি বিদ্যুত এবং জ্বালানি সাশ্রয় ব্যবহারে ভোক্তাদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিউবোর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বিউবো নীলফামারীর সহকারী প্রকৌশলী নওশাদ আলম ও জুলফিকার আলী জুয়েল প্রমুখ।
×