ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৬, ৭ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

শিশু নির্যাতনকারী আটক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ চুনারুঘাটের পল্লী ছয়শ্রীতে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে শিশু নির্যাতনকারী সোহেল মিয়া অবশেষে পুলিশের খাঁচায়। সোমবার মধ্যরাতে ওই উপজেলাধীন আমরোড বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে সংশ্লিষ্ট উপজেলার ওই গ্রামের বাসিন্দা লেবাছ উল্লাহর ছেলে। উল্লেখ্য, ওই উপজেলার আলহাজ আবুল হাশিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আশিক মিয়া ব্যবসায়ী সোহেলের কাছ থেকে এক শ’ টাকা ধার এনে কথানুযায়ী দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর তৃতীয়বার টাকা দিতে পারেনি। এজন্য আশিককে ধরে নিয়ে গত রবিবার সন্ধ্যার আগে একটি ঘরের খুঁটিতে বেঁেধ নির্যাতন করে সোহেল। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ জেলার কটিয়াদী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর বেলাব উপজেলার গোয়ালবাইরারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার পশ্চিমপাড়ায় একটি বিল্ডিংয়ে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ৫ প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কাজীরদেউড়ি এলাকা থেকে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা লোভনীয় পুরস্কারের কথা বলে ওয়েলফেয়ার লটারির নামে টিকেট বিক্রি করছিল। সোমবার গভীর রাতে পুলিশ তাদের আটক করে। মহানগর পুলিশ জানায়, প্রতারক চক্রটি ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যের স্ক্র্যাচ কার্ড বিক্রি করছিল। পিবিডিএফ নামের একটি সংগঠনের নামে তৈরি করা ওই কার্ড ঘষলেই পাওয়া যাবে ২০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার। আর্থসামাজিক উন্নয়নে তহবিল গঠনের জন্য ওই টিকেট বিক্রি করা হচ্ছে বলে তারা প্রচার করে। ছাত্রী অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে ইব্রাহিম নামে এক বখাটে। ৩ ডিসেম্বর বিকেলে উখিয়ার মনখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। দুদিন ধরে মেয়ের পিতা বিভিন্ন স্থানে সন্ধান করে খোঁজখবর না পেয়ে সোমবার সন্ধ্যায় এজাহার দিয়েছেন উখিয়া থানায়। সূত্রে জানা যায়, শামলাপুর বেগম লায়লা নূর আদর্শ মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী শনিবার বিকেলে বাড়ি ফিরছিল। ও সময় পেছন থেকে সিএনজি যোগে শামলাপুর বাজারে টমটম গ্যারেজের মালিক ও উখিয়া রুহুল্লার ডেবার আবুল কালামের পুত্র ইব্রাহিম (৩৫) জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীর পিতা মির আহম্মদ বাদী হয়ে দুই জনকে আসামি করে এজাহার দায়ের করেছে বলে জানিয়েছেন ওসি মোঃ আবুল খায়ের। দুই লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ ডিসেম্বর ॥ ডিবি পরিচয়ে অপহরণের পর আব্দুল মালেক সিকদার নামে এক ব্যক্তির দুই লাখ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাঁটুভাঙ্গা সোনালী ব্যাংকের সামনে এ অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। আব্দুল মালেক সিকদারের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামে। সে লতিফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব সিকদারের পিতা। পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। ইয়াবাসহ আটক চার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ইয়াবাসহ চার মাঝিমাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। ওই সময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকায় অভিযান চালায়। উদ্ধার করা হয় ৫০ হাজার ইয়াবা। আটক করা হয়েছে টেকনাফ হাবিব ছড়ার বাবুল মিয়া, জমির, ইদ্রিস ও জুবাইরকে। ভারতীয় কাপড় জব্দ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সোমবার রাতে যশোরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শাল চাদর ও থান কাপড় জব্দ করেছে বিজিবি। সদর উপজেলার নতুন হাট, কেশবপুর উপজেলার মধুসূদন দত্ত গেট ও মনিরামপুর উপজেলার কালিরবাজার থেকে এসব জব্দ করা হয়। রূপগঞ্জে প্রতিপক্ষের হামলা, জখম চার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক স্থানে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সময় কুপিয়ে জখমসহ আহত করা হয়েছেন চার জনকে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাটাব ও ব্রাহ্মণখালী এলাকায় ঘটে এ ঘটনা। আহত শফিকুল ইসলাম জানান, দুপুরে হাটাব এলাকায় তাদের লাউয়ের টালের নিচে একই এলাকার রাব্বি, রিমন, বাচ্চু, খলু, লতু মাদক সেবন করছিল। এসময় শফিকুল ইসলাম মাদক সেবনে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার পিতা সিরাজ মিয়াকেও লাঠিপেটা করে আহত করা হয়। অপর ঘটনায় ব্রাহ্মণখালী এলাকার আহত নমিতা রানী জানান, নমিতা রানীদের সঙ্গে একই এলাকার নিপিন্দ্র চন্দ্র দাসদের একখ- জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে দুপুরে নিপিন্দ্র চন্দ্র দাস, শিপলু চন্দ্র দাসসহ তাদের লোজন নমিতা রানীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। প্রতিবাদ করায় নমিতা রানীর ছেলে পলাশ চন্দ্র দাস ও প্রকাশ চন্দ্র দাসকে লাঠিপেটা করে আহত করা হয়। সীমান্তে বাংলাদেশী রাখালের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ইছামতি নদী পার করে ভারতীয় গরু আনার সময় বাংলাদেশী এক গরু রাখালের মৃত্যু হয়েছে। তার নাম এহসান (৪০)। তার বাড়ি সদর উপজেলার আলিপুর চাপারডাঙ্গা নাথপাড়া গ্রামে। সে অজিহার রহমানের ছেলে। সোমবার গভীর রাতে গরু নিয়ে সীমান্ত নদী ইছামতি পার হয়ে বাংলাদেশ ভূখ-ে চলে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বিজিবি। ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ ডিসেম্বর ॥ কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণকাজে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া বিদ্যুত কেন্দ্র সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে এ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত জমির মালিক ফরহাদ আলম, হারুন তালুকদার, রফিকুল খান, ইউপি সদস্য আব্বাস মোল্লা প্রমুখ। বক্তারা, নিশানবাড়িয়া ধানখালী ইউনিয়নের ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের ভূমি আধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বিদ্যুত কেন্দ্রে কর্মসংস্থানের জন্য দাবি জানান। স্টেশন মাস্টার আটক ॥ ২ ঘণ্টা রেল চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৬ ডিসেম্বর ॥ সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নরসিংদী স্টেশনে না থামানোর অভিযোগে স্টেশনের সহকারী মাস্টার সফিকুল ইসলামকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। পরে তার ছবি তুলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে নরসিংদী রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিরাপত্তা নেই দাবি করে পূর্বাঞ্চলীয় রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। প্রায় ২ ঘণ্টা পর বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসনের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ কামাল রেলওয়ে স্টেশনে পৌঁছে সহকারী স্টেশন মাস্টারের কাছে দুঃখ প্রকাশ করলে রেল চলাচল স্বাভাবিক হয়। নরসিংদী রেলওয়ে স্টশনের কর্তব্যরত স্টেশন মাস্টার (কন্ট্রোল) এটিএম মুছা জানান, উল্লিখিত ট্রেনটি বেলা ১২টা ৩৫ মিনিটে নরসিংদী স্টেশন অতিক্রম করার কথা থাকলেও তা দুপুর ২টা ৪ মিনিটে অতিক্রম করে। ট্রেনটিতে মাদকদ্রব্য বিরোধী অভিযান চালানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নরসিংদী সার্কেল কর্তৃক নরসিংদী জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছে ট্রেনটি থামানোর জন্য স্টেশন মাস্টারকে নির্দেশ দেন। ট্রেনটি ঢাকা থেকে চলাচল নিয়ন্ত্রিত হয়ে থাকে বিধায় স্টেশন মাস্টার সফিকুল ইসলাম কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশনে থামাতে অনীহা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা মাদক বিক্রিতে স্টেশন মাস্টার জড়িত অভিযোগে তাকে ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। লৌহজংয়ে ‘বাল্যবিয়েকে না স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। মঙ্গলবার কুমারভোগ মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসাটির ৪ শতাধিক ছাত্রী ও শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। মাদ্রাসার সভাপতি আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান মাসুদ, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লৎফর রহমান তালুকদার, মানির হোসেন মাস্টার প্রমুখ। শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শাবি সংবাদদাতা ॥ ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের বিষয়ে প্রশাসনের অস্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জালিয়াত চক্রের ব্যাপারে প্রশাসনের নীরবতা শিক্ষার্থীদের মনে নানা সংশয় ও সন্দেহের জন্ম দিচ্ছে। পুলিশ মামলা করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন মামলা না করায় এ বিষয়ে রহস্যের জাল আর ঘনীভূত হচ্ছে। তারা বলেন, সোমবার উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার কাছে জালিয়াত চক্রের ব্যাপারে আমাদের প্রশ্নগুলো খুবই পলাইটলি তুলেছিলাম। কিন্তু উপাচার্যসহ অন্য শিক্ষকরা উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের প্রশ্ন করেন আমরা কে, আমরা কেন এসব বিষয়ে জানতে আসছি। এ সময় উপাচার্যের কক্ষে উপস্থিত শাহপরান হলের প্রধ্যক্ষ শাহেদুল হোসাইন আমাদের ‘ইউ আর অল অব স্টুপিড গাইস’ বলে গালি দেন। প্রসঙ্গত গত ২৬ নবেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় শাবি শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী আল-আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী হৃদয়সহ জালিয়াত চক্রের ১০ সদস্যকে আটক করে জাললাবাদ থানা পুলিশ। অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৬ ডিসেম্বর ॥ ভোলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের ছাত্ররা অনিয়মের অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার বাংলাবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ আন্দোলন করেছে। কম্পিউটার ট্রেডের ছাত্র ও ছাত্রনেতা ওমর ফারুকসহ একাধিক ছাত্র জানান, প্রতিমাসে একজন ছাত্রকে ৪০০টাকা শিক্ষাবৃত্তি দেয়ার কথা। ছয় মাস পরে দুয়েক মাসের টাকা দিচ্ছে, অনেক ছাত্রকে টাকা দিচ্ছে না। পর্যাপ্ত সরঞ্জাম ও কম্পিউটার থাকা সত্ত্বেও সরঞ্জাম দেয়া হচ্ছে না। এক ট্রেডের ছাত্র অন্য ট্রেডে বদলি হওয়ার নিয়ম থাকলেও অধ্যক্ষ বদলি হতে দিচ্ছে না। ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছে। অনেক কম্পিউটার বিকল হয়ে আছে। ল্যাবে কোন ইন্টারনেট সংযোগ নেই। এছাড়া হোস্টেলে খাবারের ব্যবস্থা নেই। এসব সমস্যা সমাধান চাই। এ সমস্যা সমাধানে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে এবং অধ্যক্ষের অপসারণ দাবি করে। তবে এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন জানান, টিটিসিটি ২০১৫ সালের সেপ্টেম্বরে চালু হয়েছে। বর্তমানে ৬৫০ জন ছাত্র। কিন্তু এখনও প্রকল্পের আওতায় চলছে। বরাদ্দ আসছে সামান্য। যা দিয়ে এ বিপুল পরিমাণ ছাত্রের চাহিদা পূরণ করা সম্ভব না। বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পূর্ব বাকলিয়া এলাকায় অগ্নিকা-ে বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই আগুন লাগে। জানা যায়, আগুনে রাবেয়া খাতুনের মালিকানার তিন কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×