ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশিত: ০২:১৭, ৫ ডিসেম্বর ২০১৬

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল দাবি ছাত্র ইউনিয়নের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সুদ্বীপ দাশ, চারুকলা অনুষদের সভাপতি প্রণব চক্রবর্তী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তুহিন কান্তি দাস। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে আগামী ৭ ডিসেম্বর সাধারণ ছাত্রদের নিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন তারা। তুহিন কান্তি দাস বলেন, গত ২৮ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সচেতন ছাত্রদের সাহায্যে ৭-৮ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জালিয়াতচক্র ও প্রশাসনের মদতদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আশাব্যঞ্জক নয়। বরং অপরাধীচক্রকে ধামাচাপা দেয়ার চেষ্টাতেই অনেকে তৎপর। নতুন কর্মসূচী ঘোষণা করে সংবাদ সম্মেলন থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ, প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নির্মোহ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ২রা ডিসেম্বর সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৃতীয়, পঞ্চম ও ৭৮তম পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়। যেখানে তারা অকৃতকার্য হয়। কিন্তু কার মাধ্যমে কীভাবে ফাঁসকৃত প্রশ্ন তারা পেল সেই জালিয়াতচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ছাত্রসমাজের কাছে স্পষ্ট নয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় ফাঁসকৃত প্রশ্নে ৩-১০ লাখ টাকার চুক্তিভিত্তিক লেনদেন হয়। এর মাধ্যমে প্রমাণ হয় প্রশ্ন ফাঁস ব্যাপকহারে হয়। এর সঙ্গে জালিয়াতচক্র ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থান্বেষী মহল জড়িত।
×