ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফিদেল ক্যাস্ট্রোকে শেষ শ্রদ্ধা জানাল লাখো মানুষ

প্রকাশিত: ০৫:২২, ৫ ডিসেম্বর ২০১৬

ফিদেল ক্যাস্ট্রোকে  শেষ শ্রদ্ধা জানাল  লাখো মানুষ

কিউবা বিপ্লবের মহানায়ক নেতা ফিদেল ক্যাস্ট্রোকে তার জন্মভূমি সান্তিয়াগোতে শেষ বিদায় জানায় লাখো মানুষ। কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিয়েছেন। পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেন তার ভাই এবং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। এই আনুষ্ঠানিকতা শেষে সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। খবর বিবিসির। অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো, ফিদেলের নেতৃত্বাধীন বিপ্লবের লক্ষ্য ও সমাজতান্ত্রিক নীতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি দেন। রাউল ক্যাস্ট্রো বলেছেন, ফিদেল ক্যাস্ট্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোন মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফিদেল ক্যাস্ট্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান। এর আগে ফিদেল ক্যাস্ট্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়। সমবেত বিপুলসংখ্যক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিদেল চিরজীবী হোন বলে সেøাগান দিতে থাকে। সেখানে যোগ দিয়েছেন ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। এর আগে হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সান্তিয়াগোতে পৌঁছায় ফিদেল ক্যাস্ট্রোর দেহভস্ম। ঐতিহাসিক মনকাদা সেনানিবাস দিয়ে ফিদেলের দেহভস্মবাহী শকট এগিয়ে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার কিউবানের অন্যতম তানিয়া মারিয়া জিমেনেজ বলেন, আমরা যারা ফিদেলকে ভালবাসি, আমাদের সবার কাছে তিনি পিতার মতো। তিনি আমাদের জন্য পথ পরিষ্কার করে দিয়েছেন, জনগণ তাকেই অনুসরণ করবে।
×