ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরণখোলায় দুর্বৃত্ত আতঙ্ক ॥ রাত জেগে পাহারা

প্রকাশিত: ০৫:৫৩, ৪ ডিসেম্বর ২০১৬

শরণখোলায় দুর্বৃত্ত আতঙ্ক ॥ রাত জেগে পাহারা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় দুর্বৃত্ত ও অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে লোকজনকে অচেতন করে দুর্বৃত্তরা কমপক্ষে ১০ বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মাল লুটে নিয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে গ্রামবাসী সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দুর্বৃত্তদের ঠেকাতে তারা গ্রামে গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছে। শুক্রবার রাতে ধানসাগর ও পল্লিমঙ্গল গ্রামের নান্টু খন্দকার, মহারাজ গাজী, জয়নাল হাওলাদার, বাবুল মুন্সী ও শিক্ষক হেলাল উদ্দিন হাওলাদারের বাড়িসহ সাত বাড়িতে একই রাতে দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মাল হাতিয়ে নিয়ে যায়। ৩০ নবেম্বর গভীর রাতে উপজেলার বাধাল গ্রামের বর্তমান ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম পল্টুর বাড়িসহ ৩ টি বাড়ি থেকে মাল লুটে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানায়, বেপরোয়া এ দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে শরণখোলা মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে নৈশকালীন বিভিন্ন বাস ও ট্রাকে হানা দিয়ে টাকাপয়সা লুটপাট করছে। রাত গভীর হলে পার্শ্ববর্তী গ্রামগুলোর বিভিন্ন বাড়িতে হানা দেয়। হঠাৎ ওই চক্রের হামলা ও লুটপাট বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়ে ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মঈনুল হোসেন টিপু বলেন, তার ইউনিয়নের বিভিন্ন ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সম্বনয়ে কমিটি গঠন করে রাতে পাহারার ব্যবস্থা করেছেন। আদিবাসী শিশু ধর্ষিত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণীর এক আদিবাসী শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুন্দরপুর ফুদকিপাড়া গ্রামে এ ঘটনায় বিপ্লব হালদা (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি হিপজুল আলম মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতার বিপ্লব একই গ্রামের মোগল হালদারের ছেলে। সেও আদিবাসী। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়। ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ওই শিশু শিক্ষার্থী। এ সময় প্রতিবেশী বিপ্লব হালদার তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।
×