ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন

প্রকাশিত: ০৭:৫২, ২ ডিসেম্বর ২০১৬

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন

ঢাকা জেলার (মহানগরীসহ) ২০১৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন পয়লা ডিসেম্বর ’১৬ হতে ৩১ জানুয়ারি ’১৭ সময়ের মধ্যে করতে হবে। নবায়নকালে গুলিবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ও টিআর ফরম নং ৬, কোড নম্বর ১/২২১১/০০০০/১৮৫৯ এবং নবায়ন ফি’র ওপর প্রযোজ্য শতকরা ১৫ ভাগ ভ্যাট কোড নম্বর ১/১১৩৩/০০১০/০৩১১/ খাতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর বাসসর। ব্যক্তি পর্যায়ে পিস্তল, রিভলবার লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা ও বন্দুক, শটগান এবং রাইফেল নবায়ন ফি ৫ হাজার টাকা; আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা; প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা; ডিলার এবং অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা।
×