ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে চেয়ারম্যানকে মারধর ॥ সড়ক অবরোধ, ভাংচুর

প্রকাশিত: ০৯:০০, ২৯ নভেম্বর ২০১৬

না’গঞ্জে চেয়ারম্যানকে মারধর ॥ সড়ক অবরোধ, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৮ নবেম্বর ॥ সদর উপজেলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বাধার অভিযোগে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ ও ফতুল্লা থানার সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সময় বিক্ষুব্ধ জনতা একটি বহুতল ভবন ভাঙচুর করে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ঘটনা ঘটে। এদিকে চেয়ারম্যানকে মারধরের খবরে লোকজন বিকেল সোয়া ৩টা হতে সোয়া ৪টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে সড়কে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। তারা গফুর ম্যানশনে বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জড়িতদের গ্রেফতারের জন্য মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচী ঘোষণা দেব। এ ব্যাপারে অভিযুক্ত পিপল হোসেন মোবাইল ফোনে জানান, আমাদের ভবনের জায়গা দখল করে ড্রেন নির্মাণ করা হচ্ছিল। আমরা বাধা দেয়ায় প্রথমে আমাদের মারধর করা হয়। তখন চেয়ারম্যানের সঙ্গে আমাদের বাকবিত-া হলে অপ্রীতিকর ঘটনা ঘটে।
×