ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফুটপাথে বাস, দুজনের মৃত্যু ॥ অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ নভেম্বর ২০১৬

রাজধানীতে ফুটপাথে বাস, দুজনের মৃত্যু ॥ অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। এর মধ্যে ধলপুরে যাত্রীবাহী বাস ফুটপাথে উঠে যাওয়ায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই এলাকায় ট্রাকের ধাক্কায় আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এছাড়া শাহজালালে আমদানি নিষিদ্ধ ১২ লাখ টাকা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে থেকে জানা গেছে, রাজধানীর যাত্রবাড়ীর ধলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ার দু’জনের মৃত্যু হয়েছে। নিহতেরা হচ্ছেন, স্থানীয় দোকানদার মিন্টু (৪০) ও অপু (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর এলাকায় তুরাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। এ সময় সেখানে স্থানীয় দোকানদার মিন্টু, অপুসহ কয়েকজন আহত হয়েছে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও অপুকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাস দুর্ঘটনায় আহতদের জরুরী বিভাগে আনার পর দায়িত্বরত চিকিৎসক ওই দু’জনকে মৃৃৃত ঘোষণা করেন। লাশ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এদিকে একই এলাকায় ট্রাকের ধাক্কায় শিপন (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাবার নাম আব্দুর রহিম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় সবজির আড়তে ব্যবসা করতেন। নিহতের আত্মীয় রাশেদ জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মাল নামাতে আড়তে প্রবেশ করে একটি ট্রাক। ওই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ব্যবসায়ী শিপন। পরে শিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে শিপনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। অজ্ঞাত লাশ ॥ বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ সামনে ছবির হাট রাস্তা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে অজ্ঞাত ওই ব্যক্তির লাশের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মর্গের হিমাগারের রাখা হয়েছে বলে মর্গ সূত্র জানায়। শাহবাগ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের সামনে ছবির হাট রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, ছবির হাট এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই ব্যক্তি এলাকায় নতুন এসেছিলেন। তিনি মাদকাসক্ত ও রাস্তায় ঘুমাতেন। রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে মারা যান। এসআই সিরাজুল ইসলাম জানান, নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ১২ লাখ টাকা সিগারেট জব্দ ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট এ্যান্ড ফাউন্ড গোডাউন থেকে ১৪৪ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ব্যাগে লুকায়িত অবস্থায় ওই সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত কার্টনগুলো থেকে মোট ২৮ হাজার ৮০০ শলাকা সিগারেট পাওয়া যায়। তিনি বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশী সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে মামলা হয়েছে বলে জানান ড. মইনুল।
×