ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ নভেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের সকল বিভাগে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত। একই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে প্রতি জেলা পরিষদের জন্য ১৫ সদস্য ও সংরক্ষিত পাঁচ নারী প্রার্র্থীও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা টানা দু’দিন বৈঠকে করে শুক্রবার রাতে প্রার্থিতা চূড়ান্ত করেন। রাতেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দলীয় চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া বৈঠকে মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যরাই উপস্থিত ছিলেন। এবারই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা থাকলেও জেলা পরিষদে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের ভোটে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত পাঁচজন নারী সদস্য নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন গত ২০ নবেম্বর দেশের তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) ব্যতীত ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ডিসেম্বর এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে ১২ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেতে ৭০৩ জন আবেদন করেন। দেশের আটটি বিভাগের মধ্যে সব থেকে বেশি আবেদন এসেছে খুলনা বিভাগ থেকে। এ বিভাগে আবেদন পড়েছে ১৩৩টি। আর সবচেয়ে কম ৩২টি আবেদন পড়েছে সিলেট বিভাগ থেকে। জেলা পর্যায়ে সর্বাধিক আবেদন পড়েছে পাবনা জেলা থেকে। এরপর শেরপুর থেকে ২৫টি, নোয়াখালীতে ২৩টি, চাঁদপুর ও পঞ্চগড় থেকে ২২টি করে আবেদন পড়েছে।
×