ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নকল সরবরাহ করায় জলঢাকার সাত শিক্ষককে অর্থদণ্ড

প্রকাশিত: ০৫:০৯, ২৫ নভেম্বর ২০১৬

নকল সরবরাহ করায় জলঢাকার সাত শিক্ষককে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জলঢাকা উপজেলার নকল সরবরাহের দায়ে সাত শিক্ষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ধর্ম বিষয়ে পরীক্ষা চলাকালীন উপজেলার বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সাত শিক্ষকের এই অর্থদণ্ড করা হয়। ওই শিক্ষকরা হলেন- উপজেলার দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজার রহমান, বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়া বেগম, পূর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ তানজিনা, পূর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান, বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াদুদুর রহমান ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মহসীন আলী মিলন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি কেন্দ্রের পাশে একটি কমিউনিটি ক্লিনিকে বসে ৭ শিক্ষক তাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছে। এ সময় তাদের আটক করা হয়। বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ নবেম্বর ॥ আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে বুধবার রাতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আবদুল জব্বার (৪৫) নিহত হয়েছে। ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ বিদেশী পিস্তলসহ অস্ত্র উদ্ধার করেছে। আহত পুলিশদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে আমতলী থানা ও বরগুনার ডিবি পুলিশ উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের আল আমিন মিয়ার বাড়িতে ডাকাতির খবর পেয়ে রাত ৩টার দিকে ওই বাড়ি ঘিরে ফেলে। পুলিশের আগমন টের পেয়ে ডাকাত সর্দার আবদুল জব্বার পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আবদুল জব্বার নিহত হয়েছে বলে বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময় চলাকালে ৪ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্য মোঃ হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, মামুন ও আবুল কালামকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×