ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরতি লেগ শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৬

ফিরতি লেগ শুরু হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ‘ফিরতি লেগ’ শুরু হচ্ছে আজ। এ লেগের প্রথম ম্যাচেই দুপুর একটায় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ছয়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস লড়াই করবে। ম্যাচ দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রবিবার একটি ম্যাচ ছিল। সেই ম্যাচটি শুরুর আগে ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল ঢাকা। আর রাজশাহী কিংস পয়েন্ট তালিকায় ৭ দলের মধ্যে ষষ্ঠ স্থানে ছিল। দলটি ৫ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছিল। জয়টি আবার ‘প্রথম লেগে’ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই পেয়েছিল। আজ তাই ম্যাচটি ঢাকার জন্য রাজশাহীকে হারিয়ে প্রতিশোধের মিশন। মিশনে জয় তুলে নিতে পারলে ১০ পয়েন্ট যোগ হবে ঢাকার। রাজশাহী তলানিতেই পড়ে থাকবে। কুমিল্লা ও চিটাগাংয়ের দশা বেহাল। দুই দলই বিপাকে পড়ে আছে। কুমিল্লা পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে। টানা ৫ ম্যাচ হারের পর পয়েন্ট তালিকায় ২ পয়েন্ট যোগ করতে পেরেছে কুমিল্লা। চিটাগাং অবশ্য টানা চার ম্যাচ হারের পর জয় পেয়েছে। কুমিল্লা ৬ ম্যাচে যেখানে ১ জয় পেয়েছে, সেখানে চিটাগাং ৬ ম্যাচে ২ জয় পেয়েছে। এ দুই দলের সামনেই আজ জিতে পয়েন্ট তালিকা খানিক মজবুত করার সুযোগ রয়েছে। তবে খেলাটি চট্টগ্রামে হবে। তাতে ফেভারিট নিশ্চিতভাবেই থাকছে চিটাগাং। তবে কুমিল্লা একটি জয় পেলেই ঘুরে দাঁড়াবে এমন কথা ক্রিকেটাররা বলছিলেন। সেই জয় মিলেও গেছে। তাহলে কী ঘুরে দাঁড়ানোর সময় হয়ে গেছে? তা যদি হয় তাহলে তো চিটাগাংকেও হারিয়ে দেয়ার কথা। সেটি হলেতো ‘প্রথম লেগে’র প্রথম ম্যাচেই যে চিটাগাংয়ের কাছে হেরেছে কুমিল্লা, প্রতিশোধ নেয়া হয়ে যাবে। আজ থেকেই দলগুলোর প্রতিশোধ নেয়ার মিশনও শুরু হয়ে যাচ্ছে। যে মিশনে যে দল জিতবে, তারা লীগ পর্ব পাড়ি দেয়ার সম্ভাবনা আরেকটু করে এগিয়ে যাবে। আর যে দল হারবে, তারা একটু করে পিছিয়ে যেতে থাকবে। টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ হবে। এরমধ্যে ৪২টি ম্যাচ হবে লীগ পর্বে। তিনটি ম্যাচ হবে প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার। আরেকটি ম্যাচ হবে ফাইনাল। যেটি ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাত দলের এ টুর্নামেন্টে প্রতিটি দলই ডাবল লীগ পদ্ধতিতে একেক দলের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। মোট ১২টি করে ম্যাচ খেলবে। এরমধ্যে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস ছাড়া সবকটি দলেরই ৬টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। তাতে করে রবিবারের ম্যাচের আগ পর্যন্ত ঢাকা, রংপুর ও খুলনা টাইটান্স ৮ পয়েন্ট করে পেয়ে ভাল অবস্থানে আছে। আর ২টি ম্যাচ জিতলে ১২ পয়েন্ট হবে দলগুলোর। তাতে করে লীগ পর্বে খেলার সম্ভাবনায় অনেকটাই এগিয়ে যাবে। এ তিন দলের পরে বরিশাল বুলস ৬ পয়েন্ট নিয়ে খানিক সুবিধাজনক স্থানে আছে। তবে ৪ পয়েন্ট পাওয়া চিটাগাং, ২ পয়েন্ট করে পাওয়া রাজশাহী ও কুমিল্লার বিপদই দেখা যাচ্ছে। এ তিন বিপদের মধ্যে পড়ে যাওয়া দলের ম্যাচ রয়েছে আজ। সঙ্গে বিপদ অনেকটাই মুক্ত হয়ে যাওয়া ঢাকাও ‘ফিরতি লেগে’র প্রথম ম্যাচে খেলতে নামবে।
×