ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নাসিরনগর থানায় দাযের করা পাঁচটি মামলায় ৮৫ জনকে গ্রেফতার করে পুলিশ। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, হামলায় সরাসরি জড়িত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যালঘু উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির গোয়ালঘরে আগুন ॥ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেবের বাড়িতে ফের আগুন দেয়া হয়েছে। আগেও একবার তার পাটখড়িতে আগুন দেয়া হয়েছিল, এবার দেয়া হয়েছে গোয়ালঘরে। তবে গোয়ালঘরে কোন গরু ছিল না। বাড়ির ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা কেউ দেখতে পায়নি। ক্ষতিগ্রস্ত প্রতিমা পানিতে বিসর্জন ॥ নাসিরনগরের ঘটনার ১৭ দিন পর বুধবার দুপুরে বিভিন্ন মন্দিরের ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মন্দিরের পার্শ¦বর্তী পুকুরে বিসর্জন দেয়া হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ইউএনও লিয়াকত আলী, থানার ওসি আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেবসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাসিরনগরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু ॥ বুধবার রাতে নাসিরনগরে আগুনে পুড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। রাত আটটার দিকে নাসিরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত রাধাকৃষ্ণ চক্রবর্তীর স্ত্রী নিয়তি চক্রবর্তী (৮৫) রান্নার কাজ করতে গিয়ে গায়ের চাদরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। থানা পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
×