ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিক্সাচালককে পিটিয়ে হত্যা, রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫১, ১৫ নভেম্বর ২০১৬

রিক্সাচালককে পিটিয়ে হত্যা, রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে পাওনা টাকা ফেরত দেয়াকে কেন্দ্র করে এক রিক্সাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নূরুজ্জামাান নামে একজনকে গ্রেফতার করেছে। এদিকে যাত্রাবাড়ীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকা দেয়াকে কেন্দ্র করে কামরাঙ্গীরচর মুমিনবাগ এলাকায় প্রকাশ্যে রাস্তায় নবি হোসেন (৩২) নামে এক রিক্সাচালককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় প্রভাবশালী নূরুজ্জামান। নিহতের স্ত্রী রেনু বেগম জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় নূরুজ্জামান পাওনা ৮শ’ টাকা ফেরত চায় তার স্বামী নবি হোসেনের কাছে। এতে স্বামী নবি দেরিতে টাকা ফেরত দেয়ার কথা বলেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় নবি হোসেন কাঠ দিয়ে বেধড়ক পেটান স্থানীয় প্রভাবশালী নূরুজ্জামান। একপর্যায়ে নূরুজ্জামান রাস্তায় ফেলে নবি হোসেনকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকেন। পরে স্থানীয়রা নূরুজ্জামানকে অনুরোধ করলে নবি হোসেনকে ছেড়ে দেয়। রেনু বেগম আরও জানান, নূরুজ্জামানের পিটুনিতে অসুস্থ অবস্থায় স্বামী নবি হোসেন বাসায় চলে আসেন। তিনি জানান, সোমবার ভোরের দিকে বাসায় স্বামী নবি হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থা অবনতি হলে স্বামী নবিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার গরিব বলে নূরুজ্জামান তার স্বামী নবিকে পিটিয়ে খুন করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এদিকে ঘটনার সংবাদ পেয়ে দুপুরে ঢামেক হাসপাতালে ছুটে আসেন কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি দল। পরে কামরাঙ্গীরচর থানার এসআই কৃষ্ণ কমলা নবি হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠায়। দুপুরে নবি হোসেনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কামরাঙ্গীরচর থানার এসআই কৃষ্ণ কমল জানান, ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক নূরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে নবির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আত্মহত্যা ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেঘলা আক্তার মুক্তা (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম আমিনুল ইসলাম। তিনি তার স্বামী ও তিন সন্তান নিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ভাড়ায় থাকতেন। নিহতের স্বামী আমিনুল ইসলাম জানান, তিনি এলাকায় ফল ব্যবসা করেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান থেকে বাসায় ফিরে আসে। পারিবারিক বিষয়ে স্ত্রী মেঘলার সঙ্গে কথাকাটি হয়। এতে স্ত্রী মেঘলা রাগ করে তার বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা ধাক্কাধাক্কি করলে না খোলায় পরে স্থানীয়দের সহায়তায় বেড রুমের দরজা ভেঙ্গে স্ত্রী মেঘলাকে ফ্যানের সঙ্গে গলায় পেঁচানো অবস্থায় ঝুলন্ত পান। পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেঘলা ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকার মৃত আব্দুল করিমের মেয়ে। নিহতের ছোট ভাই হৃদয় জানান, রবিবার রাত সাড়ে ১১টায় মুক্তা ও আমিনুলের মধ্যে ঝগড়া লাগে। এ সময় আমিনুল মারধর করলে মেঘলা বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মেঘলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হৃদয় আরও জানায়, এ ঘটনায় জানার পর এলাকাবাসী আমিনুলকে ওই বাসার মধ্যে আটকে রেখেছে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
×