ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশেষ প্রসিকিউটর নিয়োগের প্রতিশ্রুতি থেকে সরে গেলেন ট্রাম্প

হিলারির ই-মেইল তদন্ত নয়

প্রকাশিত: ০৪:০২, ১৫ নভেম্বর ২০১৬

হিলারির ই-মেইল তদন্ত নয়

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রাইভেট ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে তদন্তের এক বিশেষ প্রসিকিউটর নিয়োগের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। তিনি আমেরিকার দক্ষিণাঞ্চল বরাবর এক দেয়াল তৈরি, অপরাধী অবৈধ বিদেশীদের বহিষ্কার এবং ওবামা কেয়ার রদ ও প্রতিস্থাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কিন্তু তিনি কোন দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি থেকেও সরে দাঁড়ান বলে মনে হয়। তিনি সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে বলেন, দেয়ালটি কোন কোন স্থানে বেড়ার মতোই দেখাতে পারে। নির্বাচনে তার আকস্মিক বিজয়ের পর এটিই ছিল তার প্রথম টেলিভিশনে সাক্ষাতকার। এটি শুক্রবার রেকর্ড করা হয় এবং রবিবার পুরোপুরি প্রকাশ করা হয়। এতে ট্রাম্প সুপ্রীমকোর্টের বিচারক পদ পূরণে রক্ষণশীল এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়া এবং অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সংকল্প ব্যক্ত করার পাশাপাশি তার প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন থেকে ভয়ের কিছু নেই বলে উদ্বিগ্ন আমেরিকানদের নতুন করে আশ্বস্ত করারও চেষ্টা করেন। খবর এএফপি ও ফক্সনিউজের হিলারি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি কিছু খারাপ কাজ করেছিলেন, আমি বুঝতে চাই, তিনি কিছু খারাপ কাজ করেছিলেন সাক্ষাতকার গ্রহণকারী লেসলি স্টাল তখন বলেন, আমি জানি, কিন্তু কোন বিশেষ প্রসিকিউটরের বিষয়ে কি হবে? ট্রাম্প হিলারির সঙ্গে তার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের এক পর্যায়ে হিলারির ই-মেইল নিয়ে তদন্তের জন্য এক বিশেষ প্রসিকিউটর নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প শেষ পর্যায়ে বলেছিলেন, যদি তিনি প্রেসিডেন্ট হন, তবে হিলারি জেলে যাবেন। ট্রাম্প সাক্ষাতকারে বলেন, আমি তাদের আঘাত দিতে চাই না। তারা ভাল মানুষ। আমি তাদের আঘাত করতে চাই না। আরেক নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে ট্রাম্প সুপ্রীমকোর্টের বিচারক পদে এমন ব্যক্তিদের মনোনীত করার প্রতিশ্রুতি দেন, যারা গর্ভপাত বিরোধী ও আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের সমর্থক। ট্রাম্প সিবিএসকে বলেন, বিচারকরা জীবনপন্থি হবেন। আগ্নেয়াস্ত্র প্রসঙ্গে তারা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর দৃঢ় সমর্থক হবেন। তবে তিনি সমকামী বিবাহ বৈধ ঘোষণা করে সুপ্রীমকোর্টের গত বছরের সিদ্ধান্তকে পাল্টানোর বিষয়ে কোন আগ্রহ দেখাননি। তিনি বলেন, এটি আইন, সুপ্রীমকোর্ট এটি মীমাংসা করে দিয়েছে। আমি এ নিয়ে সন্তুষ্ট। অভিবাসন প্রশ্নে ট্রাম্প মেক্সিকো সংলগ্ন সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে এর কোন কোন অংশ কেবল বেড়ার মতো হতে পারে বলে তিনি স্বীকার করেন। সীমান্ত নিরাপদ করাই আর অভিবাসন নীতিতে প্রথমে অগ্রাধিকার পাবে বলে তিনি জোর দেন। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসাবাসরতদের মধ্যে যারা তাদের অভিবাসনজনিত দোষ ছাড়াও অপরাধে লিপ্ত ছিল তাদের বহিষ্কার করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, আমরা অপরাধী বা অতীতে অপরাধ করে থাকার প্রমাণ রয়েছে এমনি ব্যক্তি, অপরাধী দলের সদস্য মাদক কারবারিদের ধরতে যাচ্ছি। এরূপ বহুলোক রয়েছে। সম্ভবত তাদের সংখ্যা ২০ লাখ, তা এমনকি ৩০ লাখও হতে পারে। আমরা তাদের দেশ থেকে বের করে দিতে জেলে পাঠাতে যাচ্ছি। তিনি বলেন, সীমান্ত নিরাপদ করা এবং সব কিছু স্বাভাবিক হওয়ার পর আমরা অন্যান্য কাগজপত্রহীন অভিবাসীদের সংখ্যা স্থির করতে যাচ্ছি। কিন্তু এর আগে আমরা আমাদের সীমান্ত নিরাপদ করতে চাই। ট্রাম্প জানান, তিনি প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানের সঙ্গে আলোচনা করেছেন এমন তিনটি শীর্ষ আইন প্রণয়নের বিষয়ের মধ্যে অভিবাসন ছিল অন্যতম অন্য দুটি ছিল ওবামার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা সংস্কার রদ করার পদক্ষেপ এবং কর হ্রাস ও কর আইন সহজ করার বিল।
×