ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিতাসের ইউপি চেয়ারম্যান হত্যায় ২০ জনের বিরুদ্ধে মামলা, ডিবিতে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৫০, ১০ নভেম্বর ২০১৬

তিতাসের ইউপি চেয়ারম্যান হত্যায় ২০ জনের বিরুদ্ধে মামলা, ডিবিতে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি/ কুমিল্লা, ৯ নবেম্বর ॥ তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় দাউদকান্দি থানায় ২০ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করা হয়। এদিকে বুধবার বিকেলে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এদিকে ওই ঘটনার পর থেকে দাউদকান্দির গৌরীপুর বাজার ও তিতাসের জিয়ারকান্দি এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০ জনের নামে মামলা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বলেন, দাউদকান্দি এবং তিতাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোন পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা থানার সমন্বয়ে পুলিশের টিম কাজ করছে। তিনি আরও জানান, হত্যাকা-ের বিষয়ে কিছু তথ্য আমরা ইতোমধ্যে পেয়েছি। সে তথ্যের ভিত্তিতে কাজ চলছে। ঘটনার সব দিক বিবেচনা করেই আমাদের টিম কাজ করছে। আশা করছি, দ্রুত প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে। অপরাধী যেই হোক না কেন অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সবকিছুই আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। উল্লেখ্য, কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মারা যান। মঙ্গলবার রাত আটটায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মামলা ডিবিতে হস্তান্তর ॥ এদিকে চেয়ারম্যান মনির হোসেন ও গাড়ি চালকের সহকারী মহিউদ্দিনকে হত্যার মামলাটি জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে মামলার কাগজপত্র দাউদকান্দি মডেল থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবির এসআই শাহ কামাল আকন্দের কাছে হস্তান্তর করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ওই হত্যার নেপথ্যে এলাকায় আধিপত্য ও আর্থিক কারণ থাকতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, ঘটনার পর থেকেই পুলিশ সুপারের নির্দেশে ডিবির একাধিক টিম হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে কাজ করার পাশাপাশি ঘটনাস্থলসহ এলাকার বিভিন্ন জনের কাছ থেকে তথ্য-প্রমাণাদি সংগ্রহ করেছে। তদন্তের স¦ার্থে তিনি এখনই মামলার আসামিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্যসহ নিহত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে যে ২২টি মামলা রয়েছে এর সঙ্গে হত্যাকা-ের কোন যোগসূত্র রয়েছে কি-না তাও ডিবি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
×