ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মিথ্যাচারে গোটা জাতি হতবাক ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৯, ১০ নভেম্বর ২০১৬

খালেদা জিয়ার মিথ্যাচারে গোটা জাতি হতবাক ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ দেশের একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে অসত্য, মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাক্ষাতকারে বিভিন্ন ইস্যুতে খালেদা জিয়ার মিথ্যাচার পুরো জাতিকে বিস্মিত ও হতবাক করেছে। আওয়ামী লীগ মনে করে খালেদা জিয়ার এই নির্জলা মিথ্যাচার বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। তিনি বলেন, অসত্য মনগড়া, বিকৃত ও খ-িত তথ্য পরিবেশনের মাধ্যমে নানাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন খালেদা জিয়া। নিত্যকার মনগড়া মিথ্যাচার ও অর্বাচীন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা থেকে বিরত এবং গণতন্ত্র ও রাজনীতির ইতিবাচক সুস্থ ধারায় ফিরে আসার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৬ অক্টোবর সকল রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলাপ-আলোচনার কর্মসূচী হিসেবে খালেদা জিয়াকে একাধিকবার টেলিফোন করেছিলেন। বেগম জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদারতা ও শিষ্টাচারের বিপরীতে যে অশালীন, আক্রমণাত্মক ভাষা ও আচরণ করেছিলেন, তা টেলিফোন সংলাপের বিস্তৃত বিবরণীতে সচেতন মানুষ প্রত্যক্ষ করেছে। উক্ত ঘটনার ৩ বছর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার টেলিফোন করার ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে উল্লেখ করে ব্যক্তি খালেদা জিয়া ও বিএনপি তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক হীনতা ও দেউলিয়াপনাকে পুনরায় নগ্নভাবে জাতির কাছে প্রকাশ করেছেন। আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাধিকার ফোন করার পরও দীর্ঘ ৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে খালেদা জিয়ার পক্ষ থেকে সাড়া পেতে। খালেদা জিয়া ক্রমাগত বিষোদগার ও প্রতিহিংসামূলক মিথ্যা এবং বানোয়াট অভিযোগের পরও শেখ হাসিনা অত্যন্ত আন্তরিকভাবেই বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি তার দোসর যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক উগ্রবাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুশি রাখার জন্য শেখ হাসিনার সংলাপের আন্তরিক আহ্বানকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেন, পরবর্তীতে সাধারণ নির্বাচন প্রতিহত করার নামে সারাদেশে পেট্রোলবোমা ও নারকীয় আগুন সন্ত্রাস ও প্রতিহিংসার এক বীভৎস ও বিকৃত রাজনীতি শুরু করে। যার লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু বাংলাদেশের মানুষ ছিল শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল ও ঐক্যবদ্ধ। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র বিয়োগের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সমবেদনা জ্ঞাপনের জন্য বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। সেদিনও তিনি মানবিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে অত্যন্ত অসৌজন্যমূলকভাবে বিএনপির গুলশান কার্যালয়ের মূল দরজা বন্ধ করে দিয়ে প্রকারান্তরে যে কোন ধরনের আলাপ-আলোচনা ও সংলাপের দরজাই বন্ধ করে দিয়েছিলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি জš§লগ্ন থেকেই বাংলাদেশে গুম, হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। বিএনপি রাজনীতিতে কোন ধরনের সভ্যতা, ভব্যতার লেশমাত্র নেই। খালেদা জিয়া ও বিএনপির রাজনীতি শিষ্টাচার ও নীতি বিবর্জিত এক অপরাজনীতি। আমরা দেখেছি বিএনপির শিষ্টাচার বর্জিত প্রতিহিংসার এই রাজনীতির শিকার শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বাংলাদেশের জনগণ নয়, তারা বিদেশের বিশেষ অতিথিদেরও অসম্মান, অপমান করতে কুণ্ঠাবোধ করেন না। বিএনপি নেত্রী তাঁর সহযোগী একাত্তরের ঘাতক স্বাধীনতাবিরোধী জামায়াতিদের হরতাল সমর্থন করে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে নির্ধারিত সাক্ষাতকার কর্মসূচী বাতিল করে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে ন্যক্কারজনক ঘটনার জš§ দিয়েছিলেন, তার জন্য সেদিন সমগ্র জাতি লজ্জা পেয়েছে। ঘটনার ৩ বছর পর এই নিয়ে বিএনপি চেয়ারপার্সন নিজের ‘প্রাণনাশের চক্রান্তের’ আজগুবি তথ্য উপস্থাপন করে জাতির সঙ্গে নিষ্ঠুর তামাশা করছেন। সংসদ নিয়ে খালেদার কটাক্ষ বিএনপির ভুল রাজনীতির হতাশার বহির্প্রকাশ ॥ বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তা জাতির সঙ্গে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। বর্তমান সংসদ জাতীয়-আন্তর্জাতিকভাবে অত্যন্ত কার্যকর ও শক্তিশালী। যা ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ নিয়ে বেগম খালেদা জিয়ার কটাক্ষ বিএনপির ভুল রাজনীতির হতাশার বহির্প্রকাশ।
×