ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য শক্তি উৎপাদনে দেশ বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হতে পারে ॥ জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত: ০৯:১৭, ৯ নভেম্বর ২০১৬

নবায়নযোগ্য শক্তি উৎপাদনে দেশ বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হতে পারে ॥ জ্বালানি উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশে সৌরপার্কের রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট এবং চীনের সোলারল্যান্ড, হুয়াই। জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, নবায়নযোগ্য শক্তি ও সৌরশক্তির উৎপাদন, উন্নয়ন ও সম্প্রসারণে সরকার ব্যাপক কর্মকা- পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বে দেশে বিদ্যুত খাতের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নবায়নযোগ্য শক্তি ও সৌরশক্তির উন্নয়নে অমাদের একসঙ্গে কাজ করতে হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের মধুর সম্পর্ক রয়েছে। বাংলাদেশে সৌরশক্তির উন্নয়ন ও প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সোলারল্যান্ড, হুয়াইর এ যৌথ উদ্যোগ দুই দেশের সুসম্পর্ককে আরও জোরদার করবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ জাতীয় সংসদের বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু ও চীনের সোলারল্যান্ড, হুয়াইর জেনারেল ম্যানেজার মার্টিন ই থাম চি অন।
×