ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচার

লিবিয়ায় চার বাংলাদেশী গ্রেফতর, উদ্ধার ৬৫

প্রকাশিত: ০৮:১০, ৮ নভেম্বর ২০১৬

 লিবিয়ায় চার বাংলাদেশী গ্রেফতর, উদ্ধার ৬৫

বিডিনিউজ ॥ লিবিয়ায় মানবপাচারের অভিযোগে চার বাংলাদেশীকে গ্রেফতারের পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া ৬৫ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় গ্রেফতারদের ছবিসহ দেয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এরা হলো মানবপাচারকারী চক্রের ‘হোতা’ রানা ভট্টাচার্য এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোঃ ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ। দূতাবাসের ফেসবুকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদের এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নতুন আসা বাংলাদেশীর কাউকে কাউকে অবৈধভাবে সাগরপথে ইতালি পাচারের সঙ্গেও তারা জড়িত বলে প্রমাণ পাওয়ায় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় বলে জানানো হয়।
×