ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমার নানার খুনী রাশেদ চৌধুরীকে ফেরত দিন ॥ যুক্তরাষ্ট্রকে জয়

প্রকাশিত: ০৭:৫৪, ৮ নভেম্বর ২০১৬

আমার নানার খুনী রাশেদ চৌধুরীকে ফেরত দিন ॥ যুক্তরাষ্ট্রকে জয়

বিডিনিউজ ॥ বঙ্গবন্ধুর খুনীকে ফেরত দিতে যুক্তরাষ্টের প্রতি জোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীতনয় সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় সোমবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ‘আমার নানার খুনীকে অবশ্যই ফেরত পাঠাতে হবে যুক্তরাষ্ট্রকে’ নিবন্ধে এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক এই সেনা কর্মকর্তাকে ফেরত দিতে অনীহা ওয়াশিংটনের। বঙ্গবন্ধুর নাতি জয় লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারকে অবশ্যই খুনীকে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। তারপর বিচারের পথও রুদ্ধ করে দেয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে। ২০০৯ সালে আপীল বিভাগে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয় ২০১০ সালের ২৭ জানুয়ারি। বাকিদের একজন মারা গেলেও রাশেদসহ অন্যরা বিভিন্ন দেশে পালিয়ে আছেন। জয় লিখেছেন, ‘আমরা যতদূর জানি, রাশেদ চৌধুরী শরণার্থী মর্যাদা পায়নি। ফলে তাকে ফেরত পাঠাতে কোন বাধা নেই।’
×