ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৮:৪০, ৫ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে বিদ্যুতের  অতিরিক্ত বিল আদায় নিয়ে  মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ নবেম্বর ॥ ডিপিডিসি কর্তৃক বিদ্যুত লোড বৃদ্ধির নামে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগে মতবিনিময় সভা করেছে ডিপিডিসি বিদ্যুত গ্রাহক স্বার্থরক্ষা পরিষদ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলা শাহী মসজিদ ঈদগাহ মাঠ এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিপিডিসি বিদ্যুত গ্রাহক স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক ও শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাহক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, বাবুল চৌধুরী, মোক্তার হোসেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, এসএম কাদের প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, গত সেপ্টেম্বর মাসের বিদ্যুতের বিলের সঙ্গে প্রত্যেক গ্রাহককে ডিপিডিসি ইচ্ছেমত দ্বিগুণ বিল নির্ধারণ করে এবং ৩০ অক্টোবরের মধ্যে ডিপিডিসির নিজস্ব একাউন্টে ওয়ান ব্যাংক, শ্যামপুর ডিপিডিসির বুথে টাকা জমা দিতে নির্দেশ দেয়। এই বিষয়ে শ্যামপুর নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসানের সঙ্গে কথা বলতে গেলে তিনি গ্রাহকদের সদুত্তর দিতে পারেননি। এমনকি এ বিষয়ে সরকারী নির্দেশনার কোন কাগজপত্রও গ্রাহকদের দেখাতে পারেননি। সংযোগ অবিচ্ছিন্ন রাখতে বাধ্য হয়ে গ্রাহকদের দ্বিগুণ বিল পরিশোধ করতে হয়েছে। বক্তারা বলেন, ডিপিডিসির গ্রাহক ১০ লাখ ৪২ হাজার। শুধু শ্যামপুর এরিয়াকে টার্গেট করে বিনা নোটিসে গ্রাহকের মিটারপ্রতি বিলের সঙ্গে ২২ শ’ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত লোড বৃদ্ধির নামে আদায় করছে। কোন উপযুক্ত কারণ দর্শানো ছাড়াই ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত কোটি কোটি টাকা আদায় করছে।
×