ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেমে সাড়া না দেয়ায় পোশাককর্মীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:৩৪, ৪ নভেম্বর ২০১৬

প্রেমে সাড়া না দেয়ায় পোশাককর্মীকে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ নবেম্বর ॥ এবার সাভারে প্রেমে সাড়া না দেয়ায় বখাটের কোপ ও ছুরিকাঘাতে কল্পনা বেগম (২৪) নামের এক নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের সব চেষ্টাকে বিফল করে দিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কল্পনা বেগম তার স্বামী আব্দুর রাজ্জাকের সঙ্গে নতুনপাড়া এলাকায় ব্যবসায়ী রফিকের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। কল্পনা ওই এলাকার ‘এ্যাপারেল ফোর লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী রাজ্জাক ওই কারখানাসংলগ্ন ‘হ্যাভেন গার্মেন্টস লিমিটেড’ নামক অপর একটি পোশাক কারখানায় কর্মরত। জানা গেছে, কয়েকদিন ধরে কল্পনা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। কিন্তু প্রত্যাখ্যান করায় এদিন সকালে কারখানায় যাওয়ার পথে প্রকাশ্যে কল্পনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে মারাত্মক জখম করে সিরাজুল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী সিরাজুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে, এ হত্যাকা-ের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে। একই সঙ্গে এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা। অনাকাক্সিক্ষত এ ঘটনায় স্ত্রীকে অকালে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্বামী আব্দুর রাজ্জাক। এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে কল্পনা বেগমের মৃত্যু হয়েছে। শিক্ষিকার বেত্রাঘাতে ৭ শিক্ষার্থী আহত ॥ প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ নবেম্বর ॥ আড়াইহাজারে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর ৭ শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ১০নং ধন্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এলাকার লোকজন ওই শিক্ষিকার বিচারের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ১০নং ধন্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ইংরেজী ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী সুরভী। ক্লাসরুমে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী সুরভী শিক্ষার্র্থীদের ইংরেজী কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলে বেশির ভাগ ছাত্রছাত্রীই তার উত্তর দিতে ব্যর্থ হয়। এতে শিক্ষিকা ওই ক্লাসের ৭ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করে। বেত্রাঘাতে কয়েক শিশু পড়ে গেলেও সে অবস্থায়ও তাদের পিটিয়ে গুরুতর আহত করে।
×